Album: Onibarjo Karone
Music: Tahsin Ahmed
Lyrics: Shomeshwar Oli
Label: Cd Choice
Released: 2022-07-17
Duration: 04:51
Downloads: 3893
একাকী বিকেলে ছায়াদের মিছিলে অন্যরূপে তুমি তো আমারই ছিলে
তুমি ছিলে ঘুম জড়ানো আলাপে ছেঁড়া পকেটের খুচরো মন
খারাপে নামে বা বেনামে, এই বুকের বামে ঠিকানা
রয়েছে তোমারই অনিবার্য কারণে এখন তুমি আমারই অনিবার্য
কারণে আমি তোমারই অনিবার্য কারণে এখন তুমি আমারই অনিবার্য
কারণে আমি তোমারই ফুল-পাখি, চাঁদ-তারা, জোছনা-পাহাড় আগের মতো
কিছু নেই তো আর বদলে গেছে সবকিছুই নিমিষে আমার
এ সবই যে তোমার উপহার নামে বা বেনামে,
এই বুকের বামে ঠিকানা রয়েছে তোমারই অনিবার্য কারণে
এখন তুমি আমারই অনিবার্য কারণে আমি তোমারই অনিবার্য কারণে
এখন তুমি আমারই অনিবার্য কারণে আমি তোমারই একাকী
বিকেলে ছায়াদের মিছিলে অন্যরূপে তুমি তো আমারই ছিলে তুমি
ছিলে ঘুম জড়ানো আলাপে ছেঁড়া পকেটের খুচরো মন খারাপে
নামে বা বেনামে, এই বুকের বামে ঠিকানা রয়েছে
তোমারই অনিবার্য কারণে এখন তুমি আমারই অনিবার্য কারণে
আমি তোমারই অনিবার্য কারণে এখন তুমি আমারই অনিবার্য কারণে
আমি তোমারই অনিবার্য কারণে এখন তুমি আমারই অনিবার্য
কারণে আমি তোমারই অনিবার্য কারণে এখন তুমি আমারই অনিবার্য
কারণে আমি তোমারই