Album: Paar Bhanga Nodi
Singer: Timir Biswas
Label: Timir Biswas Productions
Released: 2022-08-23
Duration: 02:56
Downloads: 66460
আমার পাড় ভাঙা এক নদী আমি নৌকা হতাম যদি
ভাসতে ভাসতে যেতাম তোমার কাছে আমার পাড় ভাঙা
এক নদী আমি নৌকা হতাম যদি ভাসতে ভাসতে যেতাম
তোমার কাছে আমার পথের পাশে ধূলো আমার ঠিক
নেই চাল-চুলো তুমি ফুল হয়ে যাও আমার দুঃখ গাছে
তোমার ভীষণ যাওয়ার তাড়া বাড়ি পাল্টে দিচ্ছে ভাড়া
তোমার নতুন বাড়ির ঠিকানাটা দিও আমি নৌকা বাঁধি
সুরে জীবন বড্ড ভবঘুরে তুমি পথের বাঁকে ছায়ার মতই
প্রিয় ভীষণ মেঘলা করা রাতে আমি বৃষ্টি লিখি
হাতে তুমি কথার মতো জলের ভেতর ঝরো এই
প্রথম বোঝার ভুলে সেলাই করছি মাস্তুলে তুমি শক্ত ভীষণ
শক্ত হাতে ধরো আমার কথা ভাঙার বেলা পথে
ঠুনকো অবহেলা নাহয় রইলো কিছু সময় অগোছালো শুধু
যাওয়ার বেলায় বলো আমায় বেসেও ছিলে ভালো মেঘের দিব্বি
দিয়ে পুড়ছে বর্ষাকালও