Album: Paharia Sur
Singer: Shaan, Iman Chakraborty
Music: Joy Sarkar
Lyrics: Rajib Chakraborty
Label: Amara Muzik
Released: 2018-11-12
Duration: 04:04
Downloads: 80798
পাহাড়িয়া সুর মেঘে ঢাকা বাহারি রোদ্দুর আঁকাবাঁকা পাহাড়িয়া সুর
মেঘে ঢাকা বাহারি রোদ্দুর আঁকাবাঁকা সাদামাটা মন জলের মতন
তাই ঝর্ণার মতো গান হয়ে যাই চল মিঠে
কুয়াশায় ভিজবে যদি দু′চোখ ভাসায় তিস্তা নদী মিঠে কুয়াশায়
ভিজবে যদি দু'চোখ ভাসায় তিস্তা নদী খাদের কিনার, স্বপ্ন
হাজার যেন নদীর মতন জীবন ছলাত ছল ও
মালাই তিস্তা রাঙিত সারাই মানপারছা ও মালাই দাড়া কাড়া
ধেরাই রামাউছা অউ আয়রা হেরা হিমাল কাটি সুন্দর ছা
ছিসো ছিসো হাওয়া লে মন নাই ছুয়েরা লাঞ্চা
গালিচা সবুজ, যত দূরে চোখ বাতাসে অবুঝ আলোর ঝলক
পিঠে নিয়ে ভোর, পাহাড়ি শহর যেন পায়ে পায়ে রোজ
দিগন্তকে ছুঁই খবর পাঠায় বাতাসিয়া বৃষ্টি নামাও, বাঁশুরিয়া
একফালি ঘুম, ভেজা মরশুম আমার মন কেমনের বন্ধু হবি
তুই ও মালাই তিস্তা রাঙিত সারাই মানপারছা ও
মালাই দাড়া কাড়া ধেরাই রামাউছা অউ আয়রা হেরা হিমাল
কাটি সুন্দর ছা ছিসো ছিসো হাওয়া লে মন নাই
ছুয়েরা লাঞ্চা ও মালাই তিস্তা রাঙিত সারাই মানপারছা
ও মালাই দাড়া কাড়া ধেরাই রামাউছা অউ আয়রা হেরা
হিমাল কাটি সুন্দর ছা ছিসো ছিসো হাওয়া লে মন
নাই ছুয়েরা লাঞ্চা ও মালাই তিস্তা রাঙিত সারাই
মানপারছা ও মালাই দাড়া কাড়া ধেরাই রামাউছা অউ আয়রা
হেরা হিমাল কাটি সুন্দর ছা ছিসো ছিসো হাওয়া লে
মন নাই ছুয়েরা লাঞ্চা