Album: Payra Payra Mon Male Version
Music: Mahtim Shakib, Shovon Roy
Lyrics: Prosenjit Ojha
Label: Protune
Released: 2022-02-02
Duration: 04:47
Downloads: 2507
আমার পায়রা পায়রা মন তোমার একলা ছাদের কোন আমি
রোদের ডানায় হাসি তোমায় একটু দেখলে বাঁচি আমার পায়রা
পায়রা মন তোমার একলা ছাদের কোন আমি রোদের ডানায়
হাসি তোমায় একটু দেখলে বাঁচি আমি কথার উৎসবে
যখন মেলে ধরি হৃদয় তুমি গোধূলি রঙ মেখে ভাবো
কি হয় কি হয়? আমি কথার উৎসবে যখন মেলে
ধরি হৃদয় তুমি গোধূলি রঙ মেখে ভাবো কি হয়
কি হয়? ফের একপা দুপা করে যখন সন্ধ্যা
নেমে আসে আমার চোখের পাতায় শুধু তোমারই ছবি ভাসে
আমার চোখের পাতায় শুধু তোমারই ছবি ভাসে আমার চোখের
পাতায় শুধু তোমারই ছবি ভাসে আমার চোখের পাতায় শুধু
তোমারই ছবি ভাসে কোথায় ছিলে তুমি আমি কোথায়
ছিলাম কেমন করে তোমার এতো আপন হলাম কোথায় ছিলে
তুমি আমি কোথায় ছিলাম কেমন করে তোমার এতো আপন
হলাম দেখি রাত্রি নয় আর কালো যেন রুপকথারই
আসর সব গল্প মিলে মিশে তোমায় ভালোবাসে আমি
কথার উৎসবে যখন মেলে ধরি হৃদয় তুমি গোধূলি রঙ
মেখে ভাবো কি হয় কি হয়? ফের একপা
দুপা করে যখন সন্ধ্যা নেমে আসে আমার চোখের পাতায়
শুধু তোমারই ছবি ভাসে আমার চোখের পাতায় শুধু তোমারই
ছবি ভাসে আমার চোখের পাতায় শুধু তোমারই ছবি ভাসে
আমার চোখের পাতায় শুধু তোমারই ছবি ভাসে তোমায়
ছাড়া সময় যেন ফেলে রাখে ছিপ নিঃশ্বাস লাগে বন্ধ
বুঝি নিভে যাবে দীপ তোমায় ছাড়া সময় যেন ফেলে
রাখে ছিপ নিঃশ্বাস লাগে বন্ধ বুঝি নিভে যাবে দীপ
তুমি একটু আড়াল থাকলে আমার দিন হয়ে যায়
বছর তুমি ছাড়া কাটে ত্রাসে হারাই হা-হুতাশে আমি
কথার উৎসবে যখন মেলে ধরি হৃদয় তুমি গোধূলি রঙ
মেখে ভাবো কি হয় কি হয়? ফের একপা
দুপা করে যখন সন্ধ্যা নেমে আসে আমার চোখের পাতায়
শুধু তোমারই ছবি ভাসে আমার চোখের পাতায় শুধু তোমারই
ছবি ভাসে আমার চোখের পাতায় শুধু তোমারই ছবি ভাসে
আমার চোখের পাতায় শুধু তোমারই ছবি ভাসে আমার চোখের
পাতায় শুধু তোমারই ছবি ভাসে আমার চোখের পাতায় শুধু
তোমারই ছবি ভাসে