Album: Posh Mane Na Jonglar Pakhi
Music: Miraj Khan
Lyrics: Miraj Khan
Label: Miraj Khan
Released: 2023-06-23
Duration: 06:03
Downloads: 6160
যতন কইরা একটা জংলার পাখিরে রাখলাম আমি বুকে ধরে
কত আদরে যতন কইরা একটা জংলার পাখিরে রাখলাম আমি
বুকে ধরে কত আদরে পোষ মানে না জংলার
পাখি পোষ মানে না জংলার পাখি বুঝেছি অনেক পরে
আমি বুঝেছি অনেক পরে হায় রে, যতন কইরা
একটা জংলার পাখিরে রাখলাম আমি বুকে ধরে কত আদরে
ছলনারই মায়া দিয়া কাড়লো আমার মন-প্রাণ দুঃখ দিয়া
চইলা গেল, হায় রে প্রেমের সমাধান ছলনারই মায়া দিয়া
কাড়লো আমার মন-প্রাণ দুঃখ দিয়া চইলা গেল, হায় রে
প্রেমের সমাধান পোষ মানে না জংলার পাখি পোষ
মানে না জংলার পাখি বুঝেছি অনেক পরে আমি বুঝেছি
অনেক পরে হায় রে, যতন কইরা একটা জংলার
পাখিরে রাখলাম আমি বুকে ধরে কত আদরে পোষা
পাখি ঠোকর মারে, আগে আমি বুঝি নাই আমার খাইয়া
আমার পইরা অন্য বুকে নিলো ঠাঁই পোষা পাখি ঠোকর
মারে, আগে আমি বুঝি নাই আমার খাইয়া আমার পইরা
অন্য বুকে নিলো ঠাঁই পোষ মানে না জংলার
পাখি পোষ মানে না জংলার পাখি বুঝেছি অনেক পরে
আমি বুঝেছি অনেক পরে হায় রে, যতন কইরা
একটা জংলার পাখিরে রাখলাম আমি বুকে ধরে কত আদরে
যতন কইরা একটা জংলার পাখিরে রাখলাম আমি বুকে ধরে
কত আদরে পোষ মানে না জংলার পাখি পোষ
মানে না জংলার পাখি বুঝেছি অনেক পরে আমি বুঝেছি
অনেক পরে হায় রে, যতন কইরা একটা জংলার
পাখিরে রাখলাম আমি বুকে ধরে কত আদরে