Album: Pran Bondhu Hoilo Na Amar
Music: Atif Ahmed Niloy, Ahmed Sajeeb
Lyrics: Atif Ahmed Niloy
Label: CD Choice Music
Released: 2023-10-16
Duration: 04:42
Downloads: 828
খোদার কাছে মোনাজাতে বলি বারেবার কেন সে প্রাণবন্ধু হইল
না আমার খোদার কাছে মোনাজাতে বলি বারেবার কেন সে
প্রাণবন্ধু হইল না আমার নই কি আমি তার
যোগ্য? না কি আমার এমন ভাগ্য? এত ব্যথা সইতে
আমি পারব না যে আর খোদার কাছে মোনাজাতে
বলি বারেবার কেন সে প্রাণবন্ধু হইল না আমার খোদার
কাছে মোনাজাতে বলি বারেবার কেন সে প্রাণবন্ধু হইল না
আমার মনের ঘরে যতন করে যারে দিলাম ঠাঁই
কেমনে পাখি একলা রাখি গেল রে কান্দাই? ও, মনের
ঘরে যতন করে যারে দিলাম ঠাঁই কেমনে পাখি একলা
রাখি গেল রে কান্দাই? বুকের ভেতর খাঁ খাঁ
করে, তৃষ্ণায় আমি যাব মরে আমার জন্য একটু কি
হয় না মায়া তার? খোদার কাছে মোনাজাতে বলি
বারেবার কেন সে প্রাণবন্ধু হইল না আমার খোদার কাছে
মোনাজাতে বলি বারেবার কেন সে প্রাণবন্ধু হইল না আমার
চোখের পাতা করছে ব্যথা, শেষ রে বুঝি পানি
রক্তগুলো টলমল ঝরবে এবার জানি ও, চোখের পাতা করছে
ব্যথা শেষ রে বুঝি পানি রক্তগুলো টলমল ঝরবে এবার
জানি দুচোখ আমার অন্ধ হোক, বন্ধুর পাশে অন্য
লোক কেমন করে দেখব আমি এমন অবিচার? খোদার
কাছে মোনাজাতে বলি বারেবার কেন সে প্রাণবন্ধু হইল না
আমার নই কি আমি তার যোগ্য? না কি
আমার এমন ভাগ্য? এত ব্যথা সইতে আমি পারব না
যে আর খোদার কাছে মোনাজাতে বলি বারেবার কেন
সে প্রাণবন্ধু হইল না আমার খোদার কাছে মোনাজাতে বলি
বারেবার কেন সে প্রাণবন্ধু হইল না আমার খোদার কাছে
মোনাজাতে বলি বারেবার কেন সে প্রাণবন্ধু হইল না আমার