Album: Pre Loye Jao Amay
Singer: Farida Parveen
Music: Traditional
Label: Ocora Radio-France
Released: 2017-05-12
Duration: 06:24
Downloads: 10199
পারে লয়ে যাও আমায় আমি অপার হয়ে বসে আছি
ওহে দয়াময় পারে লয়ে যাও আমায় আমি একা
রইলাম ঘাটে ভানু সে বসিলো পাটে আমি তোমা বিনে
ঘোর সংকটে না দেখি উপায় পারে লয়ে যাও
আমায় পারে লয়ে যাও আমায় নাই আমার ভজন
সাধন চিরদিন কুপথে গমন আমি নাম শুনেছি আমি নাম
শুনেছি পতিত পাবন তাইতে দেই দোহাই পারে লয়ে
যাও আমায় পারে লয়ে যাও আমায় অগতির না
দিলে গতি ঐ নামে রবে অখ্যাতি অগতির না দিলে
গতি ঐ নামে রবে অখ্যাতি ফকির লালন ফকির
লালন কয়, 'অকুলের পতি কে বলবে তোমায়?' পারে
লয়ে যাও আমায় পারে লয়ে যাও আমায়