Album: Preme Khanto Hole Praan
Singer: Srikanto Acharya
Music: Antony Firingi
Lyrics: Antony Firingi
Label: T-Series
Released: 2013-12-10
Duration: 02:51
Downloads: 39089
প্রেমে ক্ষান্ত হলেম প্রাণ পিরীতের পথে মন সরে না
ক্ষান্ত হলেম প্রাণ প্রেমে ক্ষান্ত হলেম প্রাণ পিরীতের পথে
মন সরে না ক্ষান্ত হলেম প্রাণ (প্রেমে ক্ষান্ত হলেম
প্রাণ প্রেমে ক্ষান্ত হলেম প্রাণ) যা হবার তা
হয়ে গেছে সে আলাপে কাজ কি আছে (যা হবার
তা হয়ে গেছে সে আলাপে কাজ কি আছে) ওরে
আমার প্রাণ, ওরে আমার প্রাণ, ওরে আমার প্রাণ প্রেমে
ক্ষান্ত হলেম প্রাণ (প্রেমে ক্ষান্ত হলেম প্রাণ) (প্রেমে ক্ষান্ত
হলেম প্রাণ) তোমার যতো ভালোবাসা দিয়েছে জ্বালা তোমার
যতো ভালোবাসা দিয়েছে জ্বালা শয়ন কালে তোমায় ভাবি শয়ন
কালে তোমায় ভাবি মরি মনের আগুনে প্রেমে ক্ষান্ত হলেম
প্রাণ (প্রেমে ক্ষান্ত হলেম প্রাণ প্রেমে ক্ষান্ত হলেম প্রাণ)
তুমি থাকো দেশান্তরে আমি থাকি শূন্য ঘরে তুমি
থাকো দেশান্তরে আমি থাকি শূন্য ঘরে বুক ফেটে যায়
চিন্তা জ্বরে বুক ফেটে যায় চিন্তা জ্বরে মুখে কিছু
বলিনে প্রেমে ক্ষান্ত হলেম প্রাণ পিরীতের পথে মন
সরে না ক্ষান্ত হলেম প্রাণ (ক্ষান্ত হলেম প্রাণ) ক্ষান্ত
হলেম প্রাণ (ক্ষান্ত হলেম প্রাণ) প্রেমে ক্ষান্ত হলেম প্রাণ
(প্রেমে ক্ষান্ত হলেম প্রাণ)