Album: Premer Somadhi Venge
Singer: Andrew Kishore, Momtaj Begam
Music: Andrew Kishore, Anwar Jahan Nantu
Lyrics: Delowar Jahan Jhontu
Label: Anupam Recording Media
Released: 2023-06-07
Duration: 05:52
Downloads: 27667
চলে যায় প্রাণের পাখি চলে যায় পিঞ্জর ভেঙে চলে
যায় প্রেমের সমাধি ভেঙে, মনের শিকল ছিঁড়ে পাখি
যায়, উড়ে যায় তোমার পাবো না জানি, শুধু চোখের
পানি দিয়ে গেলে আমায় খাঁচার পাখি কভু খাঁচায়
থাকে না বনের পাখি বনের মায়া ছাড়ে না পাখি
যায়, উড়ে যায় প্রেমের সমাধি ভেঙে, মনের শিকল
ছিঁড়ে পাখি যায়, উড়ে যায় আমার হৃদয় ভেঙে যায়
ফুল ফুটেছিল মনের বাগিচায় পানি বিনা পাপড়ি সবই
ঝরে যায় কোন অপরাধে আমার প্রেমের তরী অকূলে ভাসালে
আমি ছিলাম তোমার চোখের মণি, কেন আঁধারে ডুবালে? তুমি
যাও চলে যাও, শুধু স্মৃতি রেখে যাও তোমার
স্মৃতি স্মরণে বেঁচে রবো জীবনে আমি চোখের জলে আমার
হৃদয় ভেঙে যায় তীর ভাঙা ঢেউ আমি, নীড়
ভাঙা ঝড় উজান-ভাটির দুনিয়াতে সবই হলো পর চেয়েছিলাম আমি
হৃদয়ে তোমার সুখের প্রদীপ জ্বালাবো সুখে যদি থাকো, আমি
শত দুঃখে হেসে যাবো তুমি যাও চলে যাও, শুধু
স্মৃতি রেখে যাও প্রেমের সমাধি ভেঙে, মনের শিকল
ছিঁড়ে পাখি যায়, উড়ে যায় তোমার পাবো না জানি,
শুধু চোখের পানি দিয়ে গেলে আমায় খাঁচার পাখি
কভু খাঁচায় থাকে না বনের পাখি বনের মায়া ছাড়ে
না পাখি যায়, উড়ে যায় প্রেমের সমাধি ভেঙে,
মনের শিকল ছিঁড়ে পাখি যায়, উড়ে যায় আমার হৃদয়
ভেঙে যায়