Album: Priyotomo He Bidai
Singer: Firoza Begum
Music: Kazi Nazrul Islam
Lyrics: Kazi Nazrul Islam
Label: Sony Music India / 550 Music
Released: 2018-08-10
Duration: 04:47
Downloads: 15532
প্রিয়তম হে, বিদায় প্রিয়তম হে, বিদায় আর রাখিতে না′রি
আশা-দীপ নিভে যায় দুরন্ত বায় প্রিয়তম হে, বিদায় আর
রাখিতে না'রি আশা-দীপ নিভে যায় দুরন্ত বায় প্রিয়তম হে,
বিদায় কত ছিল বলিবার, হায় হলো না বলা
ঝুরিতেছে চামেলির বন উতলা কত ছিল বলিবার, হায় হলো
না বলা ঝুরিতেছে চামেলির বন উতলা যেন অনন্ত দিনের
বিরহনীকে কে কাঁদে দিকে দিকে হায় হায় প্রিয়তম
হে, বিদায় রহিল ছড়ানো মোর প্রাণের তিয়াস উদাস
গগনে জড়ানো রহিল মোর করুণ স্মৃতি হুতাশ পবনে রহিল
ছড়ানো মোর প্রাণের তিয়াস উদাস গগনে জড়ানো রহিল মোর
করুণ স্মৃতি হুতাশ পবনে তুমি মোরে স্মরিও, তুমি মোরে
স্মরিও যদি এই পথে কোনোদিন চলিতে প্রিয় নিশিশেষে ঝরা
ফুল দলে যাও পায় প্রিয়তম হে, বিদায় আর
রাখিতে না′রি আশা-দীপ নিভে যায় দুরন্ত বায় প্রিয়তম হে,
বিদায় প্রিয়তম হে, বিদায়