Album: Purano Sei
Singer: Kishore Kumar
Music: Rabindranath Tagore
Lyrics: Rabindranath Tagore
Label: Megaphone
Released: 2006-01-01
Duration: 03:05
Downloads: 103920
পুরানো সেই দিনের কথা ভুলবি কি রে হায় ও
সেই চোখের দেখা, প্রাণের কথা, সে কি ভোলা যায়
পুরানো সেই দিনের কথা ভুলবি কি রে হায় ও
সেই চোখের দেখা, প্রাণের কথা, সে কি ভোলা যায়
আয়, আর একটি বার আয় রে সখা, প্রাণের মাঝে
আয় মোরা সুখের-দুখের কথা কব, প্রাণ জুড়াবে তায় আয়,
আর একটি বার আয় রে সখা, প্রাণের মাঝে আয়
মোরা সুখের-দুখের কথা কব, প্রাণ জুড়াবে তায় মোরা
ভোরের বেলা ফুল তুলেছি, দুলেছি দোলায় বাজিয়ে বাঁশি গান
গেয়েছি বকুলের তলায় মোরা ভোরের বেলা ফুল তুলেছি, দুলেছি
দোলায় বাজিয়ে বাঁশি গান গেয়েছি বকুলের তলায় হায় মাঝে
হলো ছাড়াছাড়ি, গেলেম কে কোথায় আবার দেখা যদি হলো
সখা, প্রাণের মাঝে আয় পুরানো সেই দিনের কথা ভুলবি
কি রে হায় ও সেই চোখের দেখা, প্রাণের কথা,
সে কি ভোলা যায়