Album: Purano Shei Diner Kotha
Singer: Shafayet Badhon, Borno Chakroborty, Shafayet Badhon, Borno chakroborty
Music: Rabindranath Tagore
Label: Huez Studio
Released: 2020-10-08
Duration: 04:05
Downloads: 295789
পুরানো সেই দিনের কথা ভুলবি কি রে হায় ও
সেই চোখের দেখা, প্রাণের কথা, সে কি ভোলা যায়
পুরানো সেই দিনের কথা ভুলবি কি রে হায় ও
সেই চোখের দেখা, প্রাণের কথা, সে কি ভোলা যায়
আয়, আরেকটি বার আয় রে সখা, প্রাণের মাঝে আয়
মোরা সুখের দুখের কথা কব, প্রাণ জুড়াবে তায়
মোরা ভোরের বেলায় ফুল তুলেছি, দুলেছি দোলায় বাজিয়ে বাঁশি
গান গেয়েছি বকুলের তলায় মোরা ভোরের বেলায় ফুল তুলেছি,
দুলেছি দোলায় বাজিয়ে বাঁশি গান গেয়েছি বকুলের তলায় হায়
মাঝে হল ছাড়াছাড়ি, গেলেম কে কোথায় আবার দেখা যদি
হলো সখা, প্রাণের মাঝে আয় পুরানো সেই দিনের
কথা ভুলবি কি রে হায় ও সেই চোখের দেখা,
প্রাণের কথা, সে কি ভোলা যায় আয়, আরেকটি বার
আয় রে সখা, প্রাণের মাঝে আয় মোরা সুখের দুখের
কথা কব, প্রাণ জুড়াবে তায়