Album: Raat Pohale
Singer: Ishan Mitra
Music: Amit -Ishan
Lyrics: Debaloy Bhattacharya
Label: Shree Venkatesh Films Pvt. Ltd.
Released: 2020-07-10
Duration: 04:10
Downloads: 586950
চাঁদ পোহালে আজ, রাত পোহালে আজ অন্ধ তারাও ঘরে
ফিরে যায় যা কিছু সব ভুল ঠিকানায় চাঁদ ফুরোলে
আজ, রাত ফুরোলে আজ নিঝুম পাড়া সব ভুলে যায়
যা কিছু রোদ সব বিছানায় এখনও প্রায় অন্ধকার
Magazine-এ রাতের Cover একশ′ তিমি হচ্ছে শিকার মহাজাগতিক সৎকার
তাও ক্ষয়ে যায় সব, রাত সয়ে যায় এক
হাজার ঘুম তার চিলেকোঠায় তাও ক্ষয়ে যায় সব, রাত
সয়ে যায় এক হাজার ঘুম তার চিলেকোঠায় সব
ভুলে যায় ও সব ভুলে যায় সব ভুলে যায়
সব ভুলে যায় একা রাক্ষস ঘরে ফিরবে না
বাদুড়ের রাত তাকে ঘিরবে না বালিশের তুলো উড়ে বরফের
শহরটা ঢেকে যাবে ছাই চাপা রাগে তাও ক্ষয়ে
যায় সব, রাত সয়ে যায় এক হাজার ঘুম তার
চিলেকোঠায় পুড়ে যাওয়া ঠোঁট আর মুছে যাওয়া শোক আর
একা রাক্ষস তার বাড়ি খুঁজে যায় সব ভুলে
যায় ও সব ভুলে যায় সব ভুলে যায় সব
ভুলে যায়