Album: Rag Koro Na Rajkonye
Music: Debdeep Banik, Jhonti Chakraborty
Lyrics: Jhonti Chakraborty
Label: Bengal Pictures
Released: 2021-11-23
Duration: 04:31
Downloads: 768
রাগ কোরো না রাজকন্যে এমনি গেছে বেলা চোখের কোণের
জল গড়িয়েছে ঠোঁটে রাগ কোরো না রাজকন্যে অভিমানের খেলা
সঠিক-বেঠিক হারায় কথার স্রোতে রাগ কোরো না রাজকন্যে
এমনি গেছে বেলা চোখের কোণের জল গড়িয়েছে ঠোঁটে রাগ
কোরো না রাজকন্যে অভিমানের খেলা সঠিক-বেঠিক হারায় কথার স্রোতে
নিমেষেই এসে আড়ালে মুখ বুজে এসে দাঁড়ালে নিমেষেই
এসে আড়ালে মুখ বুজে এসে দাঁড়ালে তোমার চুলেই
নিবিড় হয়েছি কান্না হাতের মায়াতে তোমার উষ্ণ ছোঁয়াতে তাকিয়ে
দিকভ্রান্ত হয়েছি তোমার চোখেই শান্ত হয়েছি হঠাৎ বোকা
ক্লান্ত হয়েছি তোমার চোখেই শান্ত হয়েছি বলবার মতো
কথা পড়ে আছে আর ক′টা ঝরা পাতা সব কুড়িয়ো
প্রেম পোহালে সিলিয়ে নিয়ে হৃদয়, মনের মাঝে কি ভয়
শীল পড়ুক না আমাদের ভাঙা চালে বলবার মতো
কথা পড়ে আছে আর ক'টা ঝরা পাতা সব কুড়িয়ো
প্রেম পোহালে সিলিয়ে নিয়ে হৃদয়, মনের মাঝে কি ভয়
শীল পড়ুক না আমাদের ভাঙা চালে ভয় পেয়ো
না রাজকন্যে সাগর অনেক দূরে তুমি আমি ঠিক মিশে
যাবো সমতলে ভয় পেয়ো না রাজকন্যে সব ধ্বংস হলে
তুমি থাকবে শেষ সম্বল হয়ে ভয় পেয়ো না
রাজকন্যে সাগর অনেক দূরে তুমি আমি ঠিক মিশে যাবো
সমতলে ভয় পেয়ো না রাজকন্যে সব ধ্বংস হলে তুমি
থাকবে শেষ সম্বল হয়ে