Album: Rannaburi
Singer: Somlata
Music: Suman Adhikary
Label: Rooh Music
Released: 2018-12-30
Duration: 03:59
Downloads: 10780
বলতে চাই না, কিছুই আমি বলতে চাই না শুনতে
চাই না, কিছুই আমি দেখতে চাই না বলতে চাই
না, কিছুই আমি বলতে চাই না শুনতে চাই না,
কিছুই আমি দেখতে চাই না এই কালো সব
আলো করে দিয়ে যাক জমা স্বপ্ন, সে তো যত্ন
করে তোলা আছে, থাক এই কালো সব আলো করে
দিয়ে যাক জমা স্বপ্ন, সে তো যত্ন করে তোলা
আছে, থাক তবু আমি ভাঙা-ভাঙা-ভাঙা, জোড়া লাগি না
আমি ভাঙা-ভাঙা-ভাঙা আজ, জোড়া লাগি না বলতে চাই
না, কিছুই আমি বলতে চাই না শুনতে চাই না,
কিছুই আমি দেখতে চাই না শক্ত হাতে পোক্ত
বাঁধনে বেঁধেছি যত্ন করে কত অযত্নে রেখেছি লক্ষ করে
দিশাহীন এক প্রমাণ সারা শরীরে লেগে থাকা শত শত
অভিমান তোর স্মৃতি মুছে যায় মুক্তির ডানা ঝাঁপটায়
তোর স্মৃতি মুছে যায় মুক্তির ডানা ঝাঁপটায় তবু দিশাহীন
পথ হাতছানি দিয়ে আজও ডেকে যায় কারণ- এই
কালো সব আলো করে দিয়ে যাক জমা স্বপ্ন, সে
তো যত্ন করে তোলা আছে, থাক এই কালো সব
আলো করে দিয়ে যাক জমা স্বপ্ন, সে তো যত্ন
করে তোলা আছে, থাক তবু আমি ভাঙা-ভাঙা-ভাঙা, জোড়া
লাগি না আমি ভাঙা-ভাঙা-ভাঙা আজ, জোড়া লাগি না
বলতে চাই না, কিছুই আমি বলতে চাই না শুনতে
চাই না, কিছুই আমি দেখতে চাই না বলতে চাই
না, কিছুই আমি বলতে চাই না শুনতে চাই না,
কিছুই আমি দেখতে চাই না এই কালো সব
আলো করে দিয়ে যাক জমা স্বপ্ন, সে তো যত্ন
করে তোলা আছে, থাক এই কালো সব আলো করে
দিয়ে যাক জমা স্বপ্ন, সে তো যত্ন করে তোলা
আছে, থাক