Album: Ruposhi Banglar
Singer: Andrew Kishore
Music: Mannan Mohammad
Label: Suranjoli
Released: 2020-10-19
Duration: 03:46
Downloads: 1775
রূপসী বাংলার এক রুপসী মেয়ে মনেরই চোখ দিয়ে দেখেছি
চেয়ে রূপসী বাংলার এক রুপসী মেয়ে মনেরই চোখ দিয়ে
দেখেছি চেয়ে এই পৃথিবীতে যা কিছু সুন্দর তারও চেয়ে
সুন্দর সে রূপসী বাংলার এক রুপসী মেয়ে মনেরই
চোখ দিয়ে দেখেছি চেয়ে মায়া ভরা দু′টি চোখ
কবিতার নদী হয়ে ছুটে লাজে রাঙা দু'টি ঠোঁট গোলাপের
কলি হয়ে ফোটে ফুল বাগানে ফুল যায় যে ঝরে
সে যদি একটু হাসে রূপসী বাংলার এক রুপসী
মেয়ে মনেরই চোখ দিয়ে দেখেছি চেয়ে রূপসী বাংলার এক
রুপসী মেয়ে মনেরই চোখ দিয়ে দেখেছি চেয়ে দু′টি
গালে পড়ে টোল হাসি তার জোছনাতে মাখা তাকে ভালো
না বেসে যায় না তো দূরে সরে থাকা মেঘের
আড়ালে চাঁদ যায় লুকিয়ে সে যদি বাহিরে আসে
রূপসী বাংলার এক রুপসী মেয়ে মনেরই চোখ দিয়ে দেখেছি
চেয়ে এই পৃথিবীতে যা কিছু সুন্দর তারও চেয়ে সুন্দর
সে রূপসী বাংলার এক রুপসী মেয়ে মনেরই চোখ
দিয়ে দেখেছি চেয়ে