DJJohal.Com

Sakhi Bhabana Kahare Bole by Indranil Sen
download Indranil Sen  Sakhi Bhabana Kahare Bole mp3 Single Tracks song

Album: Sakhi Bhabana Kahare Bole

Singer: Indranil Sen

Music: Rabindranath Tagore

Lyrics: Rabindranath Tagore

Label: Ekta Atlantis Music

Released: 2018-01-16

Duration: 03:39

Downloads: 990

Get This Song Get This Song
song Download in 320 kbps
Share On

Sakhi Bhabana Kahare Bole Song Lyrics

সখী, ভাবনা কাহারে বলে? সখী, যাতনা কাহারে বলে? তোমরা
যে বলো দিবস-রজনী 'ভালোবাসা, ভালোবাসা' সখী, ভালোবাসা কারে কয়?
সে কি কেবলই যাতনাময়? সে কি কেবলই চোখের
জল? সে কি কেবলই দুখের শ্বাস? লোকে তবে করে
কী সুখেরই তরে এমন দুখের আশ আমার চোখে
তো সকলই শোভন সকলই নবীন, সকলই বিমল আমার চোখে
তো সকলই শোভন সকলই নবীন, সকলই বিমল সুনীল আকাশ,
শ্যামল কানন বিশদ জোছনা, কুসুম কোমল সকলই আমার মতো
তারা কেবলই হাসে, কেবলই গায় হাসিয়া খেলিয়া মরিতে
চায় কেবলই হাসে, কেবলই গায় হাসিয়া খেলিয়া মরিতে চায়
না জানে বেদন, না জানে রোদন না জানে সাধের
যাতনা যত ফুল সে হাসিতে হাসিতে ঝরে জোছনা
হাসিয়া মিলায়ে যায় ফুল সে হাসিতে হাসিতে ঝরে জোছনা
হাসিয়া মিলায়ে যায় হাসিতে হাসিতে আলোকসাগরে আকাশের তারা তেয়াগে
কায় আমার মতন সুখী কে আছে? আয় সখী,
আয় আমার কাছে আমার মতন সুখী কে আছে? আয়
সখী, আয় আমার কাছে সুখী হৃদয়ের সুখের গান শুনিয়া
তোদের জুড়াবে প্রাণ প্রতিদিন যদি কাঁদিবি কেবল একদিন
নয় হাসিবি তোরা প্রতিদিন যদি কাঁদিবি কেবল একদিন নয়
হাসিবি তোরা একদিন নয় বিষাদ ভুলিয়া সকলে মিলিয়া গাহিব
মোরা ভাবনা কাহারে বলে? সখী, যাতনা কাহারে বলে?

Related Songs

» Amar Soner Bangla Pijush Kanti Sarkar (Pijush Kanti Sarkar) » Seuli Tolai Bhor Belay (Kazi Nazrul Islam) » Banglar Mati Banglar Jal (Indranil Sen) » Ami Tomaro Songe (Trissha Chatterjee) » O Amar Desher Mati (Indranil Sen) » Tomar Ghore Bosot Kore (Anirban Sur) » Je Rate Duyar (Indranil Sen) » Komola » Alo Amar Alo Ogo (Indranil Sen, Sreeradha Banerjee) » Ma Go Bhabna (Sreekanta Acharya)