Album: Sanai Bajey
Singer: Jeet Gannguli, Shreya Ghoshal, Keya, Chorus
Music: Jeet Gannguli
Lyrics: Priyo Chatterjee
Label: Shree Venkatesh Films Pvt. Ltd.
Released: 2008-11-20
Duration: 04:47
Downloads: 275476
Annguli Singers: Shreya Ghoshal Choreographer: Naidu Edit: Ravi Kinagi
Lyricist: Priyo Chattopadhyay Music Label: SVF Music Sanai
Baje Lyrics Bengali সানাই বাজে সানাই বাজে আজকে মিলন
সুরে সাতপাকে মন পড়বে বাঁধা খুশির হৃদয় জুড়ে
লজ্জারাঙা মনে কনে পরলো হাতে শাঁখা শঙ্খ বাজা, দে
উলু দে গায়ে হলুদ মাখা শঙ্খ বাজা দে উলু
দে গায়ে হলুদ মাখা আজ এই শুভদিনে চোখে
জল এনো না ফিরে যা পাওয়ার নয় তাকে মনে
রেখো না ও যত বলি ভুলে যেতে মন
কথা শোনে না চোখেরি আকাশে সেই বৃষ্টি যে থামে
না তুমি চির সুখী হবে কান্না মোছো তবে
অভিমানিনী ভাঙ্গা স্বপ্ন ডেকে যাই মনে পড়ে যায় প্রেমের
কাহিনী সানাই বাজে, সানাই বাজে আজকে মিলন সুরে
আসলো শুভ সন্ধ্যা কাছে খুশির হৃদয় জুড়ে এমন
সুখের দিনে বধু রাখিস না মুখ ভারী সাজ রে
সখি মনের সাজে সাজলো সারা বাড়ি সাজি রে সখি
মনের সাজে সাজিলো সারা বাড়ি যার প্রেম দিতে
জানে সাথীর বলিদান ভালোবেসে ব্যথা ছাড়া চায়না সে প্রতিদান
ও জীবনের সব চাওয়া কখনো কি পাওয়া যায়
হাসিমুখে কিছু ব্যথা মেনে তাই নিতে হয় ও
এই মন যে থেকে যাবে শ্রদ্ধা অনুভবে অনুরাগিনি কিছু
পথ যে থেমে যায় বাকি থেকে যায় প্রেমের কাহিনী
সানাই বাজে, সানাই বাজে আজকে মিলন সুরে ছাদনা
তলায় চলো কনে বিয়ের পিঁড়ি পরে সানাই বাজে,
সানাই বাজে আজকে মিলন সুরে সাত পাকে মন পড়বে
বাঁধা খুশির হৃদয় জুড়ে সাতপাকে মন পড়বে বাঁধা খুশির
হৃদয় জুড়ে