Album: Sandhya Dweep Er Gaan
Music: Lopamudra Mitra, Ashu Chakraborty
Lyrics: Rajib Chakraborty
Label: Lopamudra Productions
Released: 2021-04-08
Duration: 03:48
Downloads: 3862
ভিতর থেকে বলি আমি, বাইরে থেকেও বলি তোমার মেঘে
ঠায় দাঁড়িয়ে আমার শহরতলী ভিতর থেকে বলি আমি,
বাইরে থেকেও বলি তোমার মেঘে ঠায় দাঁড়িয়ে আমার শহরতলী
আড়াল থেকেও বলি আমি, আঁধার থেকেও বলি তোমার পথেই
যায় হারিয়ে আমার অবুঝ গলি ভিতর থেকে বলি
আমি, বাইরে থেকেও বলি তোমার মেঘে ঠায় দাঁড়িয়ে আমার
শহরতলী জ্বরের ঘোরে বলি আমি, ঝড়ের ঘোরেও বলি
ডানা আমার দাও সরিয়ে, মোছাও চোখের পলি সহজ করে
বলি আমি, জটিল করেও বলি আমার ঘুমে কূল ছাড়িয়ে
ভাসাও দু′-এক কলি ভিতর থেকে বলি আমি, বাইরে
থেকেও বলি তোমার মেঘে ঠায় দাঁড়িয়ে আমার শহরতলী আড়াল
থেকেও বলি আমি, আঁধার থেকেও বলি তোমার পথেই যায়
হারিয়ে আমার অবুঝ গলি ভিতর থেকে বলি আমি,
বাইরে থেকেও বলি তোমার মেঘে ঠায় দাঁড়িয়ে আমার শহরতলী