Album: Sathi Ato Valobasa Tumi Dile Amay
Music: Ariyoshi Synthia
Lyrics: Ariyoshi Synthia
Label: Ariyoshi Synthia
Released: 2022-06-06
Duration: 03:05
Downloads: 3310477
সাথী, এত ভালোবাসা তুমি দিলে আমায় তবু আরও যেন
বেশি করে চায় মন তোমায় সাথী, এত ভালোবাসা
তুমি দিলে আমায় তবু আরও যেন বেশি করে চায়
মন তোমায় যত স্বপ্ন আছে এই বুকের মাঝে
সব সত্যি হয়েছে যে তোমার ছোঁয়ায় সাথী, এত
ভালোবাসা তুমি দিলে আমায় তবু আরও যেন বেশি করে
চায় মন তোমায় তোমায় দেখে এক পলকে এ
জীবনে সবই যেন বদলে গেল তোমায় পেয়ে এত কাছে
মন জুড়ে কত খুশি রং ছড়ালো এই তো
প্রথম প্রেমের জোয়ার আনলে তুমি এই মনে আমার আজ
কত ছবি আঁকি চোখের পাতায় সাথী, এত ভালোবাসা
তুমি দিলে আমায় তবু আরও যেন বেশি করে চায়
মন তোমায় সাথী, এত ভালোবাসা তুমি দিলে আমায়
তবু আরও যেন বেশি করে চায় মন তোমায়