Album: Shokun
Singer: Blood
Music: Blood
Lyrics: Blood
Label: BandEdge Talent Agency
Released: 2019-10-16
Duration: 05:11
Downloads: 8450
অযথা এ প্রতিবাদে হিংসার জাল ছিঁড়ে সর্বনাশী কান্নাহাসির কোলাহল
তেড়ে যায় বিছানায় কেটে যাচ্ছি আঁচড় ব্যবসার বিপ্লবে
লোক জমে ইতিহাসে ঘুনে ধরা বই মুছে ফেল সব
সই দাবানল লেগে যায় পুড়ে ছাই হয়ে যাচ্ছে সময়
আপেক্ষিক সংকটে মন ভাঙে যানজটে বৃথা এ লড়াই
খালি আখের গোছাই ভরে ফ্যাল ঝুলি তোর কেউ বলবে
না, 'চোর যে পালায়' 'চোর যে পালায়' পালায়, পালায়
দেখি বিধাতার মেকি বিচারে ঝুলে ফাঁসিতেও বেঁচে যায়
ভুল কেউ এভাবেই ভালোবাসলে আমি করে দিতে পারি তার
খুন উড়ছে শকুন উড়ছে শকুন হে, হে উড়ছে
শকুন উড়ছে শকুন কল্পিত রাজ আসনে হাই তোলো
বুক ভরে ভাঙছে পাঁচিল, ভাবো কেন এ মিছিল হিসেবের
ধূলোঝড় উড়ে যাবে সব ঘর মিথ্যের সন্ধানী চোখ
খোঁজে মৃত্যুর আগমনী শেষের শুরু উত্তপ্ত মরু যেখানে মিশে
যায় লাভ-ক্ষতি, কম-বেশির হিসেব তা, তা, তাই ভেবে
দেখো শেষরাতে পুষে রাখা জীবানুকে মারতে রাজি, নাকি মরতে
হাজির হবে? ছোটো এই ময়দানে গা ঢাকা বড়োই কঠিন
গা ঢাকা কঠিন দেখি বিধাতার মেকি বিচারে ঝুলে
ফাঁসিতেও বেঁচে যায় ভুল কেউ এভাবেই ভালোবাসলেই আমি করে
দিতে পারি তাকে খুন উড়ছে শকুন উড়ছে শকুন
হে, হে, উড়ছে শকুন উড়ছে শকুন দেখি বিধাতার
মেকি বিচারে ঝুলে ফাঁসিতেও বেঁচে যায় ভুল কেউ এভাবেই
ভালোবাসলেই আমি করে দিতে পারি তার খুন দেখি বিধাতার
মেকি বিচারে ঝুলে ফাঁসিতেও বেঁচে যায় ভুল কেউ এভাবেই
ভালোবাসলেই আমি করে দিতে পারি তার খুন উড়ছে
শকুন উড়ছে শকুন হে, হে, উড়ছে শকুন উড়ছে শকুন
উড়ছে