Album: Shona Diya
Singer: Sharoni Poddar
Music: Hasan Motiur Rahaman
Lyrics: Hasan Motiur Rahaman
Label: Shree Venkatesh Films Pvt. Ltd.
Released: 2020-05-03
Duration: 05:36
Downloads: 4011
সোনা দিয়া বান্ধাইয়াছি ঘর ও মন রে, ঘুণে করলো
জরজর হায় মন রে, সোনা দিয়া বান্ধাইয়াছি ঘর ও
মন রে, ঘুণে করলো জরজর ও আমি কী করে
বাস করিব এই ঘরে ও আমি কী করে বাস
করিব এই ঘরে হায় রে, তুই সে আমার
মন হায় মন রে, তুই সে আমার মন
মন তোরে পারলাম না বুঝাইতে হায় রে, মন তোরে
পারলাম না বুঝাইতে হায় রে, তুই সে আমার মন
হায় মন রে, তুই সে আমার মন তিন
তক্তার ঐ নৌকাখানি ও মন রে, গাঙে গাঙে চুয়ায়
পানি হায় মন রে, তিন তক্তার ঐ নৌকাখানি ও
মন রে, গাঙে গাঙে চুয়ায় পানি ও আমি কী
করে সেচিব নৌকার পানি ও আমি কী করে সেচিব
নৌকার পানি হায় রে, তুই সে আমার মন
হায় মন রে, তুই সে আমার মন নিশি
রাইতে ভবের মাঝারে ও মন রে, স্বপন দেইখা রইলি
ঘরে হায় মন রে, নিশি রাইতে ভবের মাঝারে ও
মন রে, স্বপন দেইখা রইলি ঘরে ও আমার এই
স্বপন কি মিথ্যা হইতে পারে রে ও আমার এই
স্বপন কি মিথ্যা হইতে পারে রে হায় রে,
তুই সে আমার মন হায় মন রে, তুই আমার
মন মন তোরে পারলাম না বুঝাইতে হায় রে,
মন তোরে পারলাম না বুঝাইতে হায় রে, তুই সে
আমার মন হায় মন রে, তুই সে আমার মন
ও মন রে, তুই সে আমার মন