Album: Sonar Palonker Ghore
Music: Anny Ahmed, Sudipto Paul, Avishek Banerjee, Krishnokoli Islam
Lyrics: Krishnokoli Islam
Label: ahp
Released: 2021-04-01
Duration: 05:00
Downloads: 1750
সোনার পালঙ্কের ঘরে লিখে রেখেছিলেম দ্বারে সোনার পালঙ্কের ঘরে
লিখে রেখেছিলেম দ্বারে যাও পাখি, বলো তারে যাও
পাখি, বলো তারে সে যেন ভোলে না মোরে সুখে
থেকো, ভালো থেকো মনে রেখো এই আমারে সুখে থেকো,
ভালো থেকো মনে রেখো এই আমারে বুকের ভেতর
নোনা ব্যথা চোখে আমার ঝরে কথা এপার ওপার তোলপাড়
একা বুকের ভেতর নোনা ব্যথা চোখে আমার ঝরে কথা
এপার ওপার তোলপাড় একা যাও পাখি, বলো তারে
যাও পাখি, বলো তারে সে যেন ভোলে না মোরে
সুখে থেকো, ভালো থেকো মনে রেখো এই আমারে সুখে
থেকো, ভালো থেকো মনে রেখো এই আমারে মেঘের
ওপর আকাশ ওড়ে মেঘের ওপর আকাশ ওড়ে নদীর ওপার
পাখির বাসা মনে, বন্ধু, বড়ো আশা মেঘের ওপর আকাশ
ওড়ে নদীর ওপার পাখির বাসা মনে, বন্ধু, বড়ো আশা
যাও পাখি, যা রে উড়ে তারে কইয়ো আমার
হয়ে চোখ জ্বলে যায়, দেখবো তারে মন চলে যায়
অদূর দূরে যাও পাখি, বলো তারে সে যেন
ভোলে না মোরে সুখে থেকো, ভালো থেকো মনে রেখো
এই আমারে সুখে থেকো, ভালো থেকো মনে রেখো এই
আমারে সোনার পালঙ্কের ঘরে লিখে রেখেছিলেম দ্বারে সোনার
পালঙ্কের ঘরে লিখে রেখেছিলেম দ্বারে যাও পাখি, বলো
তারে যাও পাখি, বলো তারে সে যেন ভোলে না
মোরে সুখে থেকো, ভালো থেকো মনে রেখো এই আমারে
সুখে থেকো, ভালো থেকো মনে রেখো এই আমারে