Album: Sudhu Ekti Naame
Singer: Snigdhadeb Sengupta
Music: Manabendra Mukhopadhyay
Lyrics: Shyamal Gupta
Label: Bengal Web Solution
Released: 2022-04-17
Duration: 04:03
Downloads: 391
শুধু একটি নামে যদি ফুল ফোটে সেই নাম জেনো
তোমার যদি একটি কথায় হয় বাহার রঙিন সে কথাটি
জেনো তোমার শুধু একটি নামে যদি ফুল ফোটে সেই
নাম জেনো তোমার গানের মাঝে দীরঘ শ্বাসে একটি
শ্রাবণ যদি আসে তোমায় মনে করার সে গান সে
সুর জেনো শুধু তোমার যদি একটি কথায় হয়
বাহার রঙিন সে কথাটি জেনো তোমার শুধু একটি নামে
যদি ফুল ফোটে সেই নাম জেনো তোমার হাওয়া
বইছে দূরে কাশের বনে ঢেউয়ে বুকে ব্যথা বয়ে আনে
সেই বেদনা, সেই বিরহ জেনো, প্রিয়, শুধু যে তোমার
যদি একটি কথায় হয় বাহার রঙিন সে কথাটি
জেনো তোমার শুধু একটি নামে যদি ফুল ফোটে সেই
নাম জেনো তোমার