Album: Tomaay Ami Mando Bashi
Singer: Rupankar
Music: Ashok Bhadra
Lyrics: Prasen
Label: Amara Muzik
Released: 2017-02-16
Duration: 05:19
Downloads: 212345
তোমায় আমি মন্দবাসি তাইতো তোমার গল্পে আসি আমি তোমার
খারাপ থাকার কারণ তোমায় আমি বন্ধু বলি তাইতো
নিজের পায়েই ডলি বিন্দুমাত্র প্রেমিকি উচ্চারণ? তাই নিজেকে
বোঝাই তুমি এমন পান্থশালা ফিরে আসতে আমায় করেছ বারণ
তোমায় আমি মন্দবাসি তাইতো তোমার গল্পে আসি আমি
তোমার খারাপ থাকার কারণ যদি আকাশ পানে চাই
তোমার কথা ধুলো হয়ে ওড়ে যদি মাটিতে তাকাই তোমার
ছায়া সুর্যের সাথে সরে ভেবে নেওয়া ভুল, জেনেছি
তাও ভেবেই নিলাম তুমি আছো এখনো পথেই পড়ে
তোমায় আমি মন্দবাসি তাইতো তোমার গল্পে আসি আমি তোমার
খারাপ থাকার কারণ বলো চাইছি বেশি কী? আমি
তোমার কাজলের কালো ছাড়া? আমি চিনতে শিখেছি ওই না
বলা মনের অঝোর ধারা ভেবে নেওয়া ভুল, জেনেছি
তাও ভেবেই নিলাম শুরুর ঘর থেকেই আমি ঘরছাড়া
তোমায় আমি মন্দবাসি তাইতো তোমার গল্পে আসি আমি তোমার
খারাপ থাকার কারণ তাই নিজেকে বোঝাই তুমি এমন
পান্থশালা ফিরে আসতে আমায় করেছ বারণ তোমায় আমি
মন্দবাসি তাইতো তোমার গল্পে আসি আমি তোমার খারাপ থাকার
কারণ