DJJohal.Com

Tomake Chhere Ami Ki by
download   Tomake Chhere Ami Ki mp3 Single Tracks song

Album: Tomake Chhere Ami Ki

Music: Monir Khan, Eva Rahman, Mooqsud Jamil Mintu

Lyrics: S. A. Haque Alik

Label: Laser Vision

Released: 2005-05-02

Duration: 05:16

Downloads: 63247

Get This Song Get This Song
song Download in 320 kbps
Share On

Tomake Chhere Ami Ki Song Lyrics

তোমাকে ছেড়ে বলো কী নিয়ে থাকব? ভালোবেসে যাব আমি
যতদিন বাঁচব হেসো না, হেসো না তুমি জেনে রেখো
তা বলে তো দিয়েছি হৃদয়ের কথা বলে তো
দিয়েছি হৃদয়ের কথা তোমাকে ছেড়ে বলো কী নিয়ে
থাকব? ভালোবেসে যাব আমি যতদিন বাঁচব হেসো না, হেসো
না তুমি জেনে রেখো তা বলে তো দিয়েছি
হৃদয়ের কথা বলে তো দিয়েছি হৃদয়ের কথা চাঁদের
আলো দিয়ে মুখখানি দেখব পেয়ো না গো লজ্জা, খুব
কাছে রাখব হুম, চাঁদের আলো দিয়ে মুখখানি দেখব পেয়ো
না গো লজ্জা, খুব কাছে রাখব এভাবে বোলো
না গো, কোরো না বারণ লাজটুকু কেড়ে নিলে হবে
যে মরণ সইতে পারব না হারানোর ব্যথা বলে
তো দিয়েছি হৃদয়ের কথা বলে তো দিয়েছি হৃদয়ের কথা
তোমাকে ছেড়ে বলো কী নিয়ে থাকব? ভালোবেসে যাব
আমি যতদিন বাঁচব হেসো না, হেসো না তুমি জেনে
রেখো তা বলে তো দিয়েছি হৃদয়ের কথা বলে
তো দিয়েছি হৃদয়ের কথা বাতাসে বাতাসে কত সুরভি
যে ভাসছে চেয়ে দেখি তোমার ওই মুখখানি হাসছে হুম,
বাতাসে বাতাসে কত সুরভি যে ভাসছে চেয়ে দেখি তোমার
ওই মুখখানি হাসছে কী যে সুখ এই বুকে,
পৃথিবী তা জানে ′হারাব তোমাকে', মন কি তা মানে?
কী এমন সুখ তুমি দিলে গো আমায় কেড়ে
নিতে পারবে না মরণ তোমায় কেড়ে নিতে পারবে না
মরণ তোমায় তোমাকে ছেড়ে বলো কী নিয়ে থাকব?
ভালোবেসে যাব আমি যতদিন বাঁচব হেসো না, হেসো না
তুমি জেনে রেখো তা বলে তো দিয়েছি হৃদয়ের
কথা বলে তো দিয়েছি হৃদয়ের কথা তোমাকে ছেড়ে
বলো কী নিয়ে থাকব? ভালোবেসে যাব আমি যতদিন বাঁচব
হেসো না, হেসো না তুমি জেনে রেখো তা
বলে তো দিয়েছি হৃদয়ের কথা বলে তো দিয়েছি হৃদয়ের
কথা

Related Songs

» Bangla Sad Song (Huge Studio) » O Piya O Piya (Madhusmita) » Bhalobashar Morshum (Arijit Singh, Shreya Ghoshal) » Ekta Kothae Jaane Amar Mon (Konok Chapa, Monir Khan) » O Shojjoni (Andrew Kishor) » Jibone Valobeshe Korechi Vul (S. I. Tutul) » Valobashbo Bashbo Re » Takei Ami Mon Sopechi (Saptak Bhattacharjee) » Bangladesh (Pranti) » Oviman