Album: Tomake Harabo Je
Singer: Kabir Chattopadhyay
Music: Kabir 'N' Shiba
Lyrics: Orka Sinha
Label: Times Music
Released: 2014-08-20
Duration: 03:18
Downloads: 3987
তোমাকে হারাবো যে তোমাকে হারাবো যে সেই ভাবনায় বুকের
ভিতর ঢেউ তুলেছে উজান বায়ে নষ্ট চাঁদে অষ্টপ্রহর
তোমাকে হারাবো যে সেই ভাবনায় নিজেই হারাই তোমাকে হারাবো
যে সেই ভাবনায় নিজেই হারাই থাক না বাঁধা
ওদের জীবন থাক না বাঁধা ওদের জীবন আমার মনের
ঘড়ির কাঁটায় মাঝি আজ পাল তুলেছে ফিরতি পথে জোয়ার
ভাঁটায় মাঝি আজ পাল তুলেছে ফিরতি পথে জোয়ার ভাঁটায়
মাঝিকে হারাবো যে সেই ভাবনায় নিজেই হারাই তোমাকে
হারাবো যে সেই ভাবনায় নিজেই হারাই যাও যদি
চাও অন্ধকারে যাও যদি চাও অন্ধকারে খুঁজে পেতে আপনারে
কে বাজায় গোঠের বাঁশি হায় তোরা কেউ জানলি নারে
কে বাজায় গোঠের বাঁশি হায় তোরা কেউ জানলি নারে
রাধাকে হারাবো যে সেই ভাবনায় নিজেই হারাই তোমাকে
হারাবো যে সেই ভাবনায় নিজেই হারাই