Album: Tomar DuChokhewav
Singer: Mahtim Shakib
Music: Mahtim Shakib
Lyrics: Faisal Rabbikin
Label: Gaanchill Music
Released: 2019-08-05
Duration: 04:27
Downloads: 3023
যতবার যাই দূরে সরে একা, ডেকে নাও তুমি কাছে
যতবার যাই দূরে সরে একা, ডেকে নাও তুমি কাছে
তোমার দু′চোখে আমার কিছু দুঃখ জমে আছে তোমার
দু'চোখে আমার কিছু দুঃখ জমে আছে নির্জন কোনো
দুপুরের মতো হাহাকার জাগে বুকে নির্জন কোনো দুপুরের মতো
হাহাকার জাগে বুকে শত বেদনার ফুল ফুটে আছে অভিমানী
নত মুখে কী করে বোঝাই যতদূর যাই তুমি আছো
খুব কাছে তোমার দু′চোখে আমার কিছু দুঃখ জমে
আছে তোমার দু'চোখে আমার কিছু দুঃখ জমে আছে
বুকে ধরে রাখো বিগত ব্যথা, অভিযোগটাই তোলা থাক বুকে
ধরে রাখো বিগত ব্যথা, অভিযোগটাই তোলা থাক দেখা হলে
ফের তুমি মিলিয়ে নিয়ো কে যে কার অনুতাপ না
বলা কথার ঢেউ হয়ে রও হৃদয়ের খুব কাছে
তোমার দু'চোখে আমার কিছু দুঃখ জমে আছে তোমার দু′চোখে
আমার কিছু দুঃখ জমে আছে