Album: Tomay Chowar Icche
Music: Shiekh Sadi, Asif Shahriar
Lyrics: Mehedi Hasan Limon
Label: Shiekh Sadi
Released: 2022-04-03
Duration: 04:01
Downloads: 2255
তোমায় ছোঁয়ার ইচ্ছে আমায় ভীষণ পীড়া দিচ্ছে বলো কবে
ছুঁতে দিবে, তুমি আবার আমার হবে বলো কোন তারিখে,
কবে আমার একলা একা থাকা, একা স্মৃতি ধরে
রাখা আর পারছি না এভাবে, তুমি আমার আবার হবে
বলো কোন তারিখে, কবে গল্প লিখি যত্ন করে
তোমায় শোনাবো তাই আসবে ফিরে, পূর্ণ করে দিবে আমায়
পুরোটাই আমার চোখের কোণে ক্ষত, তোমায় আবছা দেখি
কত জল মুছে দিবে কবে, তুমি আমার আবার হবে
বলো কোন তারিখে, কবে আমার একলা একা থাকা,
একা স্মৃতি ধরে রাখা আর পারছি না এভাবে, তুমি
আমার আবার হবে বলো কোন তারিখে, কবে স্মৃতির
আগুন পুড়ছে পুড়ুক আমার ভেতর-বাহির প্রহর গুনে মনটা আজও
হয়ে থাকে পাগল তোমায় ছোঁয়ার ইচ্ছে আমায় ভীষণ
পীড়া দিচ্ছে বলো কবে ছুঁতে দিবে, তুমি আবার আমার
হবে বলো কোন তারিখে, কবে আমার একলা একা
থাকা, একা স্মৃতি ধরে রাখা আর পারছি না এভাবে,
তুমি আমার আবার হবে বলো কোন তারিখে, কবে