Album: Tor Deowa Seshob Kawtha
Music: Rupak Tiary
Lyrics: Tirthankar Das
Label: The Bong Studio
Released: 2021-02-12
Duration: 03:50
Downloads: 24165
তোর সাথে দেখা স্বপ্ন আমার কথা ছিল সাথে হেঁটে
চলার, তোর সাথে দেখা স্বপ্ন আমার কথা ছিল সাথে
হেঁটে চলার, তুই যে ছিলিস পাশে কিভাবে যে হৃদয়
কাঁদে, তুই যে ছিলিস পাশে কিভাবে যে হৃদয় কাঁদে
. তোর দেওয়া সেসব কথা হয়ে গেলো আজ
বৃথা যে, তবে আমার হৃদয় জানে ভালোবাসার আসল মানে।।
দুঃখ নেই হেরে গিয়ে তুই যে আজ অন্য
কারোর, কোনো বারণ নেই যে আর খুঁজে চলেছি বাঁচার
কারণ। তুই যে ছিলিস পাশে কিভাবে যে হৃদয়
কাঁদে, তুই যে ছিলিস পাশে কিভাবে যে হৃদয় কাঁদে
. তোর দেওয়া সেসব কথা হয়ে গেলো আজ
বৃথা যে, তবে আমার হৃদয় জানে ভালোবাসার আসল মানে।।