Album: Tor Hat Chere Diye Bangla Sad Romantic Song
Singer: Huge Studio
Music: Radha Lover
Lyrics: Ajay Hooda
Label: 3328881 Records DK
Released: 2021-12-30
Duration: 04:15
Downloads: 175528
তোর হাত ছেড়ে দিয়ে আমি পারি না চলতে মন
শুধু তোরই দিকে পিছুটান হয়ে থাকে তোর হাত ছেড়ে
দিয়ে আমি পারি না চলতে মন শুধু তোরই দিকে
পিছুটান হয়ে থাকে অগোছানো মন চাইছে এখন স্বপ্নেরই
সাজে তোকে সাজিয়ে নিতে অগোছানো মন চাইছে এখন এলোমেলো
ইচ্ছে উড়িয়ে দিতে খুব বেশি দূরে নয়, তোর
সাথে যেতে চাই রঙিনা মনের মাঝে তোরই ছবি এঁকে
যাই বলবে জানি আজ হৃদয়েরই শত কথা কতটা কাছে
গেলে পাই তোর এ ভালোবাসা অগোছানো মন চাইছে
এখন স্বপ্নেরই সাজে তোকে সাজিয়ে নিতে অগোছানো মন চাইছে
এখন এলোমেলো ইচ্ছে উড়িয়ে দিতে পারবো না ভুলতে,
বড়ো ভালোবাসি যে দূরালয় তোর চিঠি উড়াবো আমি যে
ভাবনায় বলে যাই তুই শুধু আমার শূন্য মনটা তোরই
পূর্ণতা অগোছানো মন চাইছে এখন স্বপ্নেরই সাজে তোকে
সাজিয়ে নিতে অগোছানো মন চাইছে এখন এলোমেলো ইচ্ছে উড়িয়ে
দিতে