Album: Tor Mon Paray
Singer: Jisan Khan Shuvo
Music: Zisan Khan Shuvo
Label: Pammi Multimedia
Released: 2020-07-02
Duration: 04:25
Downloads: 122171
তোর মন পাড়ায় থাকতে দে আমায় আমি চুপটি করে
দেখবো আর ডাকবো ইশারায় তুই চাইলে বল, আমার সঙ্গে
চল ঐ উদাসপুরের বৃষ্টিতে আজ ভিজবো দু′জনায় তোর
মন পাড়ায় থাকতে দে আমায় আমি চুপটি করে দেখবো
আর ডাকবো ইশারায় তুই চাইলে বল, আমার সঙ্গে চল
ঐ উদাসপুরের বৃষ্টিতে আজ ভিজবো দু'জনায় অভিমানী মন
আমার চায় তোকে বারেবার অভিমানী মন আমার চায় তোকে
বারেবার তাই বলি আয় রে ছুটে আয় তোর
মন পাড়ায়, থাকতে দে আমায় আমি চুপটি করে দেখবো
আর ডাকবো ইশারায় তুই চাইলে বল, আমার সঙ্গে চল
ঐ উদাসপুরের বৃষ্টিতে আজ ভিজবো দু′জনায় তোর হৃদয়
আঙিনায় থাকতে আমি চাই তুই ছাড়া বাঁচার নেই রে
উপায় কিভাবে ওরে, তোকে ছেড়ে একাকী আমি জীবন কাটাই?
অভিমানী মন আমার চায় তোকে বারেবার অভিমানী মন
আমার চায় তোকে বারেবার তাই বলি আয় রে ছুটে
আয় তোর মন পাড়ায় থাকতে দে আমায় আমি
চুপটি করে দেখবো আর ডাকবো ইশারায় তুই চাইলে বল,
আমার সঙ্গে চল ঐ উদাসপুরের বৃষ্টিতে আজ ভিজবো দু'জনায়
অভিমানী মন আমার চায় তোকে বারেবার অভিমানী মন
আমার চায় তোকে বারেবার তাই বলি আয় রে ছুটে
আয় তোর মন পাড়ায় থাকতে দে আমায় আমি
চুপটি করে দেখবো আর ডাকবো ইশারায় আমি চুপটি
করে দেখবো আর ডাকবো ইশারায় আমি চুপটি করে দেখবো
আর ডাকবো ইশারায়