Album: Tora Pirit Korisna
Music: Abir Hassan Rakib, Zh Babu
Lyrics: Rahul Acharjee
Label: Kamrul Media
Released: 2021-07-20
Duration: 04:49
Downloads: 2676
ও, কাইন্দা কাইন্দা হইবা ব্যাকুল, নেশা কইরা পাইবা না
কূল ও, কাইন্দা কাইন্দা হইবা ব্যাকুল, নেশা কইরা পাইবা
না কূল খুঁজবা শুধু নিজেরই ভুল, ছিঁড়তে থাকবা মাথারই
চুল পিরিতির শুরুতেই সুখ, শেষে যন্ত্রণা এ অসুখ
ধরে যারে তারে ছাড়ে না পিরিত করিস না
রে তোরা, পিরিত করিস না পিরিত কইরা আমার মতো
তোরা মরিস না পিরিত করিস না রে তোরা, পিরিত
করিস না পিরিত কইরা আমার মতো তোরা মরিস না
ও, আমি এক বেইমান মাইয়ার মনভোলানো কথায় তার
নামটা লিখেছিলাম এই হৃদয়ের খাতায় ও, আমি এক বেইমান
মাইয়ার মনভোলানো কথায় তার নামটা লিখেছিলাম এই হৃদয়ের খাতায়
হৃৎ-পিঞ্জরটা ছিঁড়া গেল, ফিরা আইলো না ভালোবাসার রং
লাগাইয়া করলো ছলনা পিরিত করিস না রে তোরা,
পিরিত করিস না পিরিত কইরা আমার মতো তোরা মরিস
না পিরিত করিস না রে তোরা, পিরিত করিস না
পিরিত কইরা আমার মতো তোরা মরিস না ওরে,
পান-চুনেরই মতো ছিল রসের মাখামাখি হঠাৎ কইরা উড়াল দিলো
ক্ষণিক সুখের পাখি ওরে, পান-চুনেরই মতো ছিল রসের মাখামাখি
হঠাৎ কইরা উড়াল দিলো ক্ষণিক সুখের পাখি এখন
আমি বদ্ধ পাগল, আছি পাগলখানা সব পাগলের এক কাহিনি,
হলো রে তা জানা পিরিত করিস না রে
তোরা, পিরিত করিস না পিরিত কইরা আমার মতো তোরা
মরিস না পিরিত করিস না রে তোরা, পিরিত করিস
না পিরিত কইরা আমার মতো তোরা মরিস না
কাইন্দা কাইন্দা হইবা ব্যাকুল, নেশা কইরা পাইবা না কূল
ও, কাইন্দা কাইন্দা হইবা ব্যাকুল, নেশা কইরা পাইবা না
কূল খুঁজবা শুধু নিজেরই ভুল, ছিঁড়তে থাকবা মাথারই চুল
পিরিতির শুরুতেই সুখ, শেষে যন্ত্রণা এ অসুখ ধরে
যারে তারে ছাড়ে না পিরিত করিস না রে
তোরা, পিরিত করিস না পিরিত কইরা আমার মতো তোরা
মরিস না পিরিত করিস না রে তোরা, পিরিত করিস
না পিরিত কইরা আমার মতো তোরা মরিস না পিরিত
করিস না রে তোরা, পিরিত করিস না পিরিত কইরা
আমার মতো তোরা মরিস না