Album: Tumi Amar Poran Pakhi
Singer: Reshma Ruma
Music: Akash Khan
Label: Provati Recording
Released: 2019-08-07
Duration: 04:12
Downloads: 32463
আমার পরান যাহা চায় তুমি তাই, তুমি তাই গো
আমার পরান যাহা চায় তোমা ছাড়া আর এ জগতে
মোর কেহ নাই, কিছু নাই গো আমার পরান যাহা
চায় তুমি তাই, তুমি তাই গো আমার পরান
যাহা চায় তুমি সুখ যদি নাহি পাও যাও সুখের
সন্ধানে যাও তুমি সুখ যদি নাহি পাও যাও সুখের
সন্ধানে যাও আমি তোমারে পেয়েছি হৃদয়মাঝে আর কিছু নাহি
চায় গো আমার পরান যাহা চায় তুমি তাই, তুমি
তাই গো আমার পরান যাহা চায় আমি তোমার
বিরহে রহিব বিলীন তোমাতে করিব বাস দীর্ঘ দিবস, দীর্ঘ
রজনি, দীর্ঘ বরস-মাস যদি আর কারে ভালবাসো যদি আর
ফিরে নাহি আসো তবে তুমি যাহা চাও তাই যেন
পাও আমি যত দুঃখ পাই গো আমার পরান যাহা
চায় তুমি তাই, তুমি তাই গো আমার পরান
যাহা চায় তোমা ছাড়া আর এ জগতে মোর কেহ
নাই, কিছু নাই গো আমার পরান যাহা চায় তুমি
তাই, তুমি তাই গো আমার পরাণ যাহা চায়