Album: Tumi Asbe Bole
Music: Anjan Dutt
Lyrics: Anjan Dutt
Label: Saregama Music
Released: 1995-01-01
Duration: 05:04
Downloads: 415063
তুমি আসবে বলে তাই আমি স্বপ্ন দেখে যাই আর
একটা করে দিন চলে যায় সুদিন আসবে বলে ওরা
আগুন জ্বালায় আর হাজার হাজার মানুষ মরে যায় দেখবে
বলে আকাশটাকে মাথা উঁচু করে শুধুই নোংরা কালো ধোঁয়া
ঢেকে যায় কাছে আসবে বলে অন্ধকারে হাতড়ে মরে ওরা
তবু শরীর দুটো থাকে আলাদা আমার মনটা তবু আশা
করে যায় এই মনটা তবু ভালবাসতে চায় এই মন...
আশা করে যায় সময় ছুটে চলে আমি আটকে পড়ে
রই আমার রাস্তা আঁটে আমি আঁটি না চোখে নিয়ে
স্বপ্ন বুকে নিয়ে অনেক অনেক কথা আমার বয়স বাড়ে,
আমি বাড়ি না তুমি আসবে বলে তাই আমি স্বপ্ন
দেখে যাযই আর একটা করে দিন চলে যায় সুদিন
আসবে বলে ওরা আগুন জ্বালায় আর হাজার হাজার মানুষ
মরে যায় আমার মনটা তবু আশা করে যায় এই
মনটা তবু ভালবাসতে চায় এই মন... আশা করে যায়