Album: Tumi Bondhu Kala Pakhi Ami Jeno Ki Sada Sada Kala Kala Hawa Film Song
Singer: Gazi Mamun
Label: 3368237 Records DK
Released: 2022-07-30
Duration: 03:52
Downloads: 693722
দাঁড়া, দাঁড়া এইদিকে, এইদিকে আতা মাঝির Boat কোনটা? এইদিকে,
এইদিকে দেহি দেহি কী মাছ পাইছোস? এই দেহাস না
ক্যা? এই সব ঠিক আছে? আছোনি সবাই ভালো? গান-বাজনা
হবে আজকে চলো সামনে যাই তুমি বন্ধু কালা
পাখি আমি যেন কি? বসন্ত কালে তোমায় বলতে পারিনি
তুমি বন্ধু কালা পাখি আমি যেন কি? বসন্ত কালে
তোমায় বলতে পারিনি সাদা সাদা কালা কালা রং
জমেছে সাদা কালা সাদা সাদা কালা কালা রং জমেছে
সাদা কালা হইছি আমি মন পাগেলা বসন্ত কালে
তুমি বন্ধু কালা পাখি আমি যেন কি? বসন্ত কালে
তোমায় বলতে পারিনি বসন্ত কালে তোমায় বলতে পারিনি
পিরিত ভালা গলার মালা বললে কি আর হয়? (আরে
বললে কি আর হয় রে?) যারে ভালো লাগে আমার
দেখলে তারে চোখে নেশা হয় রে বন্ধু চোখে নেশা
হয় পিরিত ভালা গলার মালা বললে কি আর
হয়? যারে ভালো লাগে আমার দেখলে তারে চোখে নেশা
হয় রে বন্ধু চোখে নেশা হয় (এ নেশা)
সাদা সাদা কালা কালা রং জমেছে সাদা কালা সাদা
সাদা কালা কালা রং জমেছে সাদা কালা হইছি আমি
মন পাগেলা বসন্ত কালে তুমি বন্ধু কালা পাখি
আমি যেন কী? (আরে আমি যেন কী রে?) বসন্ত
কালে তোমায় বলতে পারিনি বসন্ত কালে তোমায় বলতে
পারিনি বসন্ত কালে তোমায় বলতে পারিনি বসন্ত কালে তোমায়
বলতে পারিনি বসন্ত কালে তোমায় বলতে পারিনি বসন্ত কালে
তোমায় বলতে পারিনি বসন্ত কালে তোমায় বলতে পারিনি বসন্ত
কালে তোমায় বলতে পারিনি