Album: Tumi Ele Bhorer Songlap
Singer: Kabir Suman
Music: Kabir Suman
Lyrics: Kabir Suman
Label: Amara Muzik
Released: 2017-12-07
Duration: 03:30
Downloads: 12234
তুমি এলে ভোরের সংলাপ ভোর হলে আলোর সংরাগ আঁধারে
মাখিয়ে দেয়া যেতো আঁধার কাটে না, শতক চলে যায়
ক্লান্ত স্বপ্ন লুকিয়ে গান গায় তুমি এলে ভোরের
সংলাপ ভোর হলে আলোর সংরাগ আঁধারে মাখিয়ে দেয়া যেতো
তুমি এলে ভোরের রাগিণী শোনাতে কেউ, এখনো জাগি
নি জাগানিয়া গান গাওয়া যেতো তুমি এলে ভোরের
সংলাপ ভোর হলে আলোর সংরাগ আঁধারে মাখিয়ে দেয়া যেতো
সময় আসে না, এসেছে অসময় দিনের পরে দিন,
বিফল অপচয় তুমি এলে সকাল হয়তো হতো সময় কিছুটা
নয়তো দুরাশায় ভরে দেয়া যেতো তুমি এলে ভোরের
সংলাপ ভোর হলে আলোর সংরাগ আঁধারে মাখিয়ে দেয়া যেতো
আঁধার কাটে না, শতক চলে যায় ক্লান্ত স্বপ্ন লুকিয়ে
গান গায় তুমি এলে ভোরের সংলাপ ভোর হলে
আলোর সংরাগ আঁধারে মাখিয়ে দেয়া যেতো