Album: Tumi Emni Emni Esho
Singer: Sanchita Bhowmick, Tamalika Golder, Swadesh Misra
Music: Tamalika Golder
Lyrics: Swadesh Misra
Label: Shree Venkatesh Films Pvt. Ltd.
Released: 2023-07-18
Duration: 03:36
Downloads: 144979
আসবে যবে ঘরের মাঝে মেঘলা হয়ে এসো শ্রান্ত চিবুক
অন্তরালে বিষন্নতায় ভেসো নাহয় একটু প্রাণে বিহানগানে আবেশ হয়ে
মেশো তুমি এমনি এমনি এসো তুমি এমনি এমনি
এসো তুমি আমার কাজল কালো মেঘের ফাঁকে শশী
যাওয়া আসার পথের ধারে নিখাদ গড়িমসি যদি ঘুম ভালো
হয় আমার সুরে গুঞ্জরণে ভেসো তুমি এমনি এমনি
এসো তুমি এমনি এমনি এসো তুমি আমার আঁচল
মেঘে সুবাস পরবাসী দূরের হাওয়া ভুলিয়ে ভাসি স্পর্শে পাশাপাশি
যদি জড়াও বুকে যত্নে আপন বলবো ভালোবেসো তুমি
এমনি এমনি এসো তুমি এমনি এমনি এসো আসবে
যবে ঘরের মাঝে মেঘলা হয়ে এসো শ্রান্ত চিবুক অন্তরালে
বিষন্নতায় ভেসো নাহয় একটু প্রাণে বিহানগানে আবেশ হয়ে মেশো
তুমি এমনি এমনি এসো তুমি এমনি এমনি এসো