Album: VALLAGENA
Music: Saikat Dutta
Lyrics: Bumpai Chakraborty
Label: Gan Goppo
Released: 2023-08-31
Duration: 03:07
Downloads: 927
রোজ ভাবি বলে দেব তোমায়, ভাল লাগে তোমায় ভাল
লাগে, টোল পড়া গালের হাসি দেখে! পারি না পারি
না সামলাতে, আজ বলে দেব যা হয় হবে বুকে
বাজে কেন ধুকপুক তবে! যেই যেই যেই বলতে যাচ্ছি
ভাই কথা জড়িয়ে লাট, ভাল লাগে না, লাগে
না, ভাল লাগে না, কিছু যেন ভাল লাগে না,
তুমি ছাড়া, দিন চলে যায়, চাকা ঘুরে দিন চলে
যায়, কাঁটা ঘুরে সিন চলে যায়, একি জ্বালা, হায়
হায়, হায় একি যে হলো! ঘুমে তুমি, জেগে তুমি,
বই পাতায় তুমি হায় হায়, হায় একি যে হলো!
যাকে দেখি ভাবি তুমি, মুখে লেগে তুমি, তুমিই তুমি,
কি যে দেখায় নীল শাড়িতে, রানী ঠোঁটে ছোট্ট টিপে,
মুখও মুখি পড়লেই আমি! শেষ আমি শেষ ভাল
লাগে না, লাগে না, ভাল লাগে না, কিছু যেন
ভাল লাগে না, তুমি ছাড়া, দিন চলে যায়, চাকা
ঘুরে দিন চলে যায়, কাঁটা ঘুরে সিন চলে যায়,
একি জ্বালা, Ooohhhhh দিন গুলো যত কাছে আসে, এই
যায় চলে যায় ভয় হয় কি করি কি করি
মন পাগল, ডানা মেলে উড়ে যাই তার কাছে, আয়নায়
দেখি পাশে তার ছবি এঁকে, জুড়ি হিট, মনটা ফিট,
ক্যানভাসে হায় হায়, হায় একি যে হলো! একজামের খাতা
ভরে আঁকি তার ছবি, হায় হায় একি যে হলো!
ইতিহাস, ওই ভূগোল, আমার প্রিয় বাবি ।