Album: Valo Laga
Music: Avraal Sahir, Prashmita Paul
Lyrics: Avraal Sahir
Label: Sultan Entertainment
Released: 2023-08-21
Duration: 04:54
Downloads: 1027
কিছু ভালোলাগা চোখে লেগে রয় কিছু কথা এ মনে
জমে রয় কিছু ভালোলাগা চোখে লেগে রয় কিছু কথা
এ মনে জমে রয় তুই আমার বৃষ্টি দিনে
মিষ্টি কবিতা আমি তোর ওই মনের আনাচে-কানাচে রোজ
উঁকি মেরে যাই তুই তাকাবি বলে মানছি না তো
হার এতটা সহজে ফিরবো না বাড়ি আজ তোকে সাথে
না নিয়ে আলসে কোনো ভোরে মায়ার চাদরে জড়িয়ে
তোকে স্বপ্নে দেই ডুব সাধ্য আমার কাছে যদ্দূরে যা
আছে আগলে রবো ভালোবাসাতে খুব তুই আমার বৃষ্টি
দিনে মিষ্টি কবিতা আমি তোর ওই মনের আনাচে-কানাচে
রোজ উঁকি মেরে যাই তুই তাকাবি বলে মানছি না
তো হার এতটা সহজে ফিরবো না বাড়ি আজ তোকে
সাথে না নিয়ে না জেনেশুনে কিছু মন নিলো
তোর পিছু যত দূরে যাই রাখি তোকে পাহারায় কেমন
এ পাগলামি বোঝাবো তোকে আমি হাতটা বাড়িয়ে পথে সঙ্গী
হবি আয় তুই আমার বৃষ্টি দিনে মিষ্টি কবিতা
আমি তোর ওই মনের আনাচে-কানাচে রোজ উঁকি মেরে
যাই তুই তাকাবি বলে মানছি না তো হার এতটা
সহজে ফিরবো না বাড়ি আজ তোকে সাথে না নিয়ে