Album: Valobashi Hoyni Bola
Music: Belal Khan, Musfiq Litu
Lyrics: Iqbal Khandakaer
Label: Laser Vision
Released: 2012-08-07
Duration: 05:33
Downloads: 9745
ভালোবাসি হয়নি বলা, তবুও ভালোবাসি পাশাপাশি হয়নি চলা, তবুও
পাশাপাশি তোমায় নিয়ে ফুলে-ফুলে স্বপ্ন উড়াই আকাশ নীলে
তোমাতে বিভোর থাকি আমি ১২ মাসই ভালোবাসি হয়নি
বলা, তবুও ভালোবাসি পাশাপাশি হয়নি চলা, তবুও পাশাপাশি
সূর্য হয়ে ছড়াও তুমি মিষ্টি রোদের আলো এক নিমিষেই
দাও সরিয়ে আমার আঁধার কালো সূর্য হয়ে ছড়াও
তুমি মিষ্টি রোদের আলো এক নিমিষেই দাও সরিয়ে আমার
আঁধার কালো দুঃখগুলো তোমার ছোঁয়ায় হয় যে পরবাসী
ভালোবাসি হয়নি বলা, তবুও ভালোবাসি পাশাপাশি হয়নি চলা,
তবুও পাশাপাশি একটু শীতল ছায়া তুমি ক্লান্ত পথের
শেষে হাত বাড়িয়ে ডাকো আমায় ঘুম পাড়ানির দেশে
একটু শীতল ছায়া তুমি ক্লান্ত পথের শেষে হাত বাড়িয়ে
ডাকো আমায় ঘুমপাড়ানির দেশে তুমি আছ দু′চোখে তাই
স্বপ্ন রাশি-রাশি ভালোবাসি হয়নি বলা, তবুও ভালোবাসি পাশাপাশি
হয়নি চলা, তবুও পাশাপাশি তোমায় নিয়ে ফুলে-ফুলে স্বপ্ন
উড়াই আকাশ নীলে তোমাতে বিভোর থাকি আমি ১২ মাসই
ভালোবাসি হয়নি বলা, তবুও ভালোবাসি পাশাপাশি হয়নি চলা,
তবুও পাশাপাশি