Album: Aaha Ki Darun Dekhtey
Singer: Kishore Kumar
Music: Bireswar Sarkar
Lyrics: Bireswar Sarkar
Label: INRECO
Released: 1980-01-01
Duration: 02:42
Downloads: 985336
আহ-হা, কী দারুণ দেখতে! চোখ দু′টো টানা টানা যেন
শুধু কাছে বলে আসতে কী দারুণ দেখতে! ঠোঁট দু'টো
ভেজা ভেজা যেন শুধু বলে ভালোবাসতে আহ-হা, কী দারুণ
দেখতে! পরেছে লাল শাড়ী যাবে সে কোন বাড়ি?
(শ্বশুড়বাড়ি) পরেছে লাল শাড়ী যাবে সে কোন বাড়ি? সেজেছে
সুন্দরী, আহা মরি মরি দেখবে যে, সেই মজে যাবেই,
যাবে কী দারুণ দেখতে! চোখ দু′টো টানা টানা
যেন শুধু কাছে বলে আসতে কী দারুণ দেখতে!
ওরে বাবা, এ যে রেগেমেগে চড় তুলে আসছে! বাহ,
রাগলে তো ভারী ভালো লাগছে! দু'গালে টোল ফেলে,
হাসিতে মন মেলে দু'গালে টোল ফেলে, হাসিতে মন মেলে
অঙ্গে ঢেউ তুলে এ সাজে কেউ এলে ভেসে যেতে
ইচ্ছে তো হবেই, হবে আহ-হা, কী দারুণ দেখতে!
চোখ দু′টো টানা টানা যেন শুধু কাছে বলে আসতে
কী দারুণ দেখতে!