Album: Adharer Nilachol
Singer: Random Sakib
Music: Random Sakib
Label: Bulbul Audio
Released: 2017-07-21
Duration: 03:57
Downloads: 1799
আঁধারের ওই নীলাচলে তোমায় ভালোবাসি স্বপ্নীল সেই আবেগে তোমার
কাছে ছুটে আসি কতো স্বপ্ন দেখেছি আমি তোমাকে নিয়ে
তুমি আছ হৃদয়ে আমার, থাকবে এই প্রাণে আছি
তোমার আশায় আমি, রয়ে যাব জানিনা কবে যে তোমার
মন পাব নদীরা বলে যে তুমি আসবে ফিরে কবে
আমি শুধু বলি তুমি আসবে ফিরে একা বসে
আছি আমি তোমারই আশায় বুঝিনি কী স্মৃতি ছিল সে
ভালোবাসায় কেন তুমি আমায় ফেলে চলে গেলে কী ভুল
ছিল তুমি আমায় যেতে বললে কী অস্থির সে মায়াতে
আমি হারিয়ে গেছি তোমার এই রুপের ঝলকে আমি পাগল
হয়ে গেছি জানিনা কেন যে তোমাকে এত ভালোবাসি কতদিন
দেখিনা আমি তোমার মুখের হাসি কেন যে তোমাকে
আমি এত ভালোবেসেছি ভালোবেসে আজ তোমাকে হারিয়ে ফেলেছি এই
মন শুধু আজও কেন তোমায় খুঁজে চলে হৃদয়ের গহীন
থেকে তোমার কথাই বলে এই পৃথিবীর সব মায়া আমি
তোমায় দিয়েছি সবকিছু দিয়ে তোমায় আমি আগলে রেখেছি আমার
বিশ্বাস আমার মাঝে তুমি আবার ফিরে আসবে এই Random
Sakib তোমার আশায় সারাজীবন থাকবে আঁধারের ওই নীলাচলে
তোমায় ভালোবাসি স্বপ্নীল সেই আবেগে তোমার কাছে ছুটে আসি
কত স্বপ্ন দেখেছি আমি তোমাকে নিয়ে তুমি আছ হৃদয়ে
আমার, থাকবে এই প্রাণে আমার জীবন এত সুখের
ক্যারে, ভালা আর লাগে না ভ্যাপের কষ্ট দেইখা আমি
ঘরে থাকতে আর পারি না আমি DJ হইতাছি ভ্যাপ
Wait কইরা যাও এসব চিন্তা করলে তুমি কানবা খালি
ফাও আরে, Girlfriend গেছে তো কী হইসে ভাই-brother তো
আছে দেখবা তোমার লেইগা আল্লাহ জীবনে ভাল কিছুই রাখছে
মাইয়া হইলো প্যারার জিনিস, জীবন কইরালায় নষ্ট কত ভাইয়া
প্রেম কইরা পাইয়া গেছে কষ্ট আমগো গান হুইনা
কত পোলাপাইন আবেগে কাইন্দালাইছে তাই Random Sakib, DJ Ujjal
এই গানটাই গাইছে জীবন কিন্ত একটাই তুমি ঠিকঠাক কাজে
লাগাও Psycho Rapper-রে নিয়ে তুমি সামনের দিকে আগাও পুরান
আবেগ বাদ দিয়া তুমি নতুন চিন্তা করো জীবনটারে আবার
তুমি নতুন কইরা গড়ো সামনে তোমার জীবনে অনেক ভাল
কিছুই আসবো আর Psycho Rapper-রা সারাজীবন তোমার পাশেই থাকবো
আঁধারের ওই নীলাচলে তোমায় ভালোবাসি স্বপ্নীল সেই আবেগে
তোমার কাছে ছুটে আসি কত স্বপ্ন দেখেছি আমি তোমাকে
নিয়ে তুমি আছ হৃদয়ে আমার, থাকবে এই প্রাণে