Album: Emoni Barosha Chilo Sedin
Singer: Santana Maitra
Music: Kazi Nazrul Islam
Lyrics: Kazi Nazrul Islam
Label: Thinktrek Software LLP
Released: 2019-10-15
Duration: 04:37
Downloads: 752
এমনি বরষা ছিলো সেদিন শিয়রে প্রদীপ ছিলো মলিন তব
হাতে ছিলো অলস বীণ মনে কি পড়ে প্রিয়?
এমনি বরষা ছিলো সেদিন শিয়রে প্রদীপ ছিলো মলিন তব
হাতে ছিলো অলস বীণ মনে কি পড়ে প্রিয়?
আমি শুধানু তোমায়, 'বলো দেখি কোনোদিন মোরে ভুলিবে কি?'
শুধানু তোমায়, 'বলো দেখি কোনোদিন মোরে ভুলিবে কি?'
আঁখিপাতে বারি দুলিবে কি আমার তরে প্রিয়? এমনি
বরষা ছিলো সেদিন শিয়রে প্রদীপ ছিলো মলিন তব হাতে
ছিলো অলস বীণ মনে কি পড়ে প্রিয়? মোর
হাতখানি ধরে কহিলে হায় মন দিয়ে মন ভোলা কি
যায়? কাঁদিবে আকাশ মোর ব্যথায় বাদল ঝড়ে প্রিয়
হায়, তুমি নাই বলে মোর সাথে তাই কি বিরহ
বরষাতে তুমি নাই বলে মোর সাথে তাই কি বিরহ
বরষাতে এত বারিধারা আজ রাতে অঝরে ঝরে প্রিয়?
এমনি বরষা ছিলো সেদিন শিয়রে প্রদীপ ছিলো মলিন
তব হাতে ছিলো অলস বীণ মনে কি পড়ে প্রিয়?
এমনি বরষা ছিলো সেদিন শিয়রে প্রদীপ ছিলো মলিন
তব হাতে ছিলো অলস বীণ মনে কি পড়ে প্রিয়?
মনে কি পড়ে প্রিয়?