Album: Rongo Koro Na
Singer: Ritaprabha Ray
Music: Ritaprabha Ray
Label: Ritaprabha Ray
Released: 2022-02-22
Duration: 03:36
Downloads: 678
ছাড়ো, ছাড়ো, ত্রিভঙ্গ, কালো রঙ্গ করো না ছাড়ো, ছাড়ো,
ত্রিভঙ্গ, কালো রঙ্গ করো না পথমাঝে রঙ্গ করো না
তুমি পথমাঝে রঙ্গ করো না, রঙ্গ করো না ছাড়ো,
ছাড়ো, ত্রিভঙ্গ, কালো রঙ্গ করো না ছাড়ো, ছাড়ো, ত্রিভঙ্গ,
কালো রঙ্গ করো না ছি ছি, ওহে নাগর,
এ কী করো ছি ছি, ওহে নাগর, এ কী
করো আমরা যে গোপনারী, পথমাঝে কুল মজাতে পারবো না
রঙ্গ করো না ছাড়ো, ছাড়ো, ত্রিভঙ্গ, কালো রঙ্গ
করো না ছাড়ো, ছাড়ো, ত্রিভঙ্গ, কালো রঙ্গ করো না
ছাড়ো, ছাড়ো, ত্রিভঙ্গ, কালো রঙ্গ করো না ছাড়ো, ছাড়ো,
ত্রিভঙ্গ, কালো রঙ্গ করো না হাওয়ায় ওড়ে দাড়ি,
রঙ্গ রকমারি ধর্মটা দরকারি, ওটাই বেচতে ভালো পারি নিয়ম
হলো জারি, ভায়া, Case খাওয়ালেই আড়ি কারণ নামাজ থেকে
নামাবলী, নামতা বলতে পারি পুষ্পক গাড়িটা করে দে
Garage Media খেপে গেলে কর Manage বলে দে, পরিযায়ীরা
তো মরে প্রায়ই ওটা Collateral Damage বিধানসভাই ঠিকানা,
আমার ঠিকাদারদের ঠেক আর গীতা-কোরান-বাইবেল বেচে ভরাই নিজের পেট
টাকার চাপে গন্ধ ছড়ায় গান্ধি পোকা Money Pant-এর পকেট
ফাঁকা ঠিক যেমন টাকা P.M. Fund-এ বোকা গল্প
ফুরোবে মুড়োবে নোটে রঙ্গ দেখতে সবাই জোটে আইন আদালত
বন্ধ কোর্টে বলে কয়ে খেলা হচ্ছে ভোটে এই
খবরদার! জোর যার, মুলুক তার টাকা যার, খবর তার
উদাহরণ অয্যোধ্যার আওয়াজ করো না, দেশ ঘুমোচ্ছে কুচকাওয়াজ
করো না এই, চেপে যাও দেখি রঙ্গ করো না
ছাড়ো, ছাড়ো, ত্রিভঙ্গ, কালো রঙ্গ করো না ছাড়ো,
ছাড়ো, ত্রিভঙ্গ, কালো রঙ্গ করো না ছাড়ো, ছাড়ো, ত্রিভঙ্গ,
কালো রঙ্গ করো না ছাড়ো, ছাড়ো, ত্রিভঙ্গ, কালো রঙ্গ
করো না পথমাঝে রঙ্গ করো না তুমি (রাস্তায়
লাশ কাটিয়ে পাশ হাঁটি ১২ মাস) পথমাঝে রঙ্গ করো
না (৩২ পাটি দাঁত বের করে হাসি ১২ মাস,
বল) পথমাঝে রঙ্গ করো না তুমি (রাস্তায় লাশ কাটিয়ে
পাশ হাঁটি ১২ মাস) পথমাঝে রঙ্গ করো না রঙ্গ
করো না এই হোঁচট খেয়ে মরো না যারা
চোখ বুজে হাঁটো, তারা নিজেদের অন্ধ বলো না আর
রঙ্গ করো না এই হোঁচট খেয়ে মরো না যারা
চোখ বুজে হাঁটো, তারা নিজেদের অন্ধ বলো না রঙ্গ
করো না