Album: Thaki Tomar Opekhkhay
Music: Fahim Islam, Shahin Ahmed, Sumon Ahmed, Tuhin Islam
Lyrics: Tuhin Islam
Label: Lionic Multimedia
Released: 2022-06-13
Duration: 02:42
Downloads: 909
তুমি আমার মনের মানুষ, বোঝোনি তুমি কেন হায়? প্রথম
যেদিন দেখেছি তোমায়, মনে উঠলো প্রেমের ঢেউ দিয়েছো তুমি
মনে ব্যথা, বোঝোনি তুমি কখনো হায় তোমার জন্য মনটা
আমার আজও ভীষণ কেঁদে যায় আমি থাকি তোমার
অপেক্ষায়, আমি থাকি তোমার আশায় আমি থাকি তোমার অপেক্ষায়,
আমি থাকি তোমার আশায় আমি থাকি তোমার অপেক্ষায়, আমি
থাকি তোমার আশায় আমি থাকি তোমার অপেক্ষায়, আমি থাকি
তোমার আশায় কথা দিয়ে গিয়েছো চলে, আগুন জ্বলে
এই মনে সেই আগুনে পুড়ে আমি আজও তোমায় রাখি
মনে তোমায় কত ভালোবাসি জানে আমার এই মনে তোমায়
ছাড়া এক মুহূর্ত কাটাই আমি কেমনে? আমি থাকি
তোমার অপেক্ষায়, আমি থাকি তোমার আশায় আমি থাকি তোমার
অপেক্ষায়, আমি থাকি তোমার আশায় আমি থাকি তোমার অপেক্ষায়,
আমি থাকি তোমার আশায় আমি থাকি তোমার অপেক্ষায়, আমি
থাকি তোমার আশায় কেন ভুলে গেছো আমায়? আমি
ভুলিনি তোমায় তোমার স্মৃতিগুলা আমার কল্পনায় আমার গানেরই সুরে
ডাকি শুধু তোমারে তুমি আসো না আমি থাকি
তোমার অপেক্ষায়, আমি থাকি তোমার আশায় আমি থাকি তোমার
অপেক্ষায়, আমি থাকি তোমার আশায় আমি থাকি তোমার অপেক্ষায়,
আমি থাকি তোমার আশায় আমি থাকি তোমার অপেক্ষায়, আমি
থাকি তোমার আশায়