Album: Kokhono Ki
Singer: Recall
Music: Recall
Lyrics: Meraz Mohsin
Label: ME Label
Released: 2018-01-19
Duration: 04:17
Downloads: 3217
নির্ঘুম চোখে স্বপ্ন মেখে খুব আড়ালে তোমায় দেখা অগোছালো
ভাবনাগুলো রংধনু রঙে আঁকা কখনো কি তোমার অনুভূতিগুলো
রাত জেগে আমার খেয়াল ধরে ঘুমহীন জেগে থাকে? তবে
কেন দেয়াল গড়ে ভীষণ একা? সবই কেন এলোমেলো করে
হারানো? নির্ঘুম চোখে স্বপ্ন মেখে খুব আড়ালে তোমায়
দেখা অগোছালো ভাবনাগুলো রংধনু রঙে আঁকা এখনো কি
আমার লেখা সুরে সন্ধ্যা নামে? ডুবে থাকে তোমার উদাসী
মন নাম না জানা কোনো রাতের তারার মতো জ্বলে
রবো তোমার আকাশে দূরে দূরে... চন্দ্র ডোবা একলা
রাতে নীরব ভোরের কোলাহলে বৃষ্টিস্নাত সন্ধ্যা হলে থাকবো আমি
তোর খেয়ালে