Album: Adorer Nouka
Music: Chandrabindoo
Label: Asha Audio Company
Released: 2012-03-31
Duration: 04:22
Downloads: 46092
ভেসে যায় আদরের নৌকো তোমাদের ঘুম ভাঙে কলকাতায় হ্যালোজেন
বৃষ্টিকে রঙ লিখে ঘর পাঠায় ভিখিরিরা স্বপ্ন পায় তুষারের
রাজধানী ধুয়ে যায় জ্যোৎস্নায় ধুয়ে যায় আদরের পথঘাট
ভেসে যায় আরামের অঞ্চল রেলিং এর ঘুমঘোরে টুপ করে
কাঁদলো জল ডানা ভাঙা একলা কাক পথ ঘেঁষে থাক
একলাটি থাক এ জন্মের রেলগাড়িরা যায় জলপরী হাত
ধুলো হাওয়ায় হাওয়াকে সে আঁকে তার ডানায় এই নরম
চুল, ধূলোর ফুল যায় ভেসে যায় ভেসে যায়
আদরের নৌকো ভেসে যায় সোহাগের সাম্পান সিগারেট টুকরোরা মুখচোরা,
শিখছে স্নান নুড়ি ঘেরা বালির স্তূপ জোনাকির রূপ বুকে
নিয়ে চুপ এ জন্মের রেলগাড়িরা যায় জলপরী হাত
ধুলো হাওয়ায় হাওয়াকে সে আঁকে তার ডানায় এই নরম
চুল, ধূলোর ফুল যায় ভেসে যায় ভেসে যায়
আদরের নৌকো তোমাদের ঘুম ভাঙে কলকাতায় হ্যালোজেন বৃষ্টিকে রঙ
লিখে ঘর পাঠায় ভিখিরিরা স্বপ্ন পায় তুষারের রাজধানী ধুয়ে
যায় জ্যোৎস্নায়