Album: Gaan Bhalobeshe Gaan
Music: Chandrabindoo
Label: Asha Audio Company
Released: 2012-03-31
Duration: 03:47
Downloads: 43747
ওহে ডানপিটে ছোকরা পেট রোগা যতো লোকরা আলাভোলা কবি,
নির্বোধ বুদ্ধিমান ওহে সিরিয়াস মেয়ে, আর চোখে না চেয়ে
যদি ভালো লাগে আমাদের দলে ভিড়ে যান গান
ভালোবেসে গান গান ভালোবেসে গান গান ভালোবেসে গান গান
ভালোবেসে গান গান ভালোবেসে গান গান ভালোবেসে গান
গান ভালোবেসে গান গান ভালোবেসে গান শোনো সরকারি
আমলা কোনো দরকারি মামলায় খামোখাই কেনো মাথা ব্যাথা প্রাণ
আনচান ভরা কোর্ট রুম চত্বর, লাগছে ভালো ধুত্তোর জানি
ভুলে যান, উকিলের বাক্য পান গান ভালোবেসে গান
গান ভালোবেসে গান গান ভালোবেসে গান গান ভালোবেসে গান
গান ভালোবেসে গান গান ভালোবেসে গান গান ভালোবেসে
গান গান ভালোবেসে গান ওহে ক্লাস থ্রী-র বিচ্ছু
পড়ছো না তুমি কিচ্ছু ভূগোলের ফাঁকে উঁকি মারে সারুখ
খান যেতে চাও তুমি বম্বে, নাম্বার আরও কমবে বাবা-মা
কে বলি একটাই এর সমাধান গান ভালোবেসে গান
গান ভালোবেসে গান গান ভালোবেসে গান গান ভালোবেসে গান
গান ভালোবেসে গান গান ভালোবেসে গান গান ভালোবেসে
গান গান ভালোবেসে গান ভালোবাসা প্যাঁচ পঁয়চার একখানা
প্রেম হয় যার জেনে রেখো সেই প্রেমিক ভাগ্যবান আমাদেরও
নাকি হবে, কে জানে বাবা কবে গান গেয়ে যদি
হয়ে যায় মুশকিল আসান গান ভালোবেসে গান গান
ভালোবেসে গান গান ভালোবেসে গান গান ভালোবেসে গান
গান ভালোবেসে গান গান ভালোবেসে গান গান ভালোবেসে গান
গান ভালোবেসে গান গান ভালোবেসে গান গান ভালোবেসে
গান গান ভালোবেসে গান গান ভালোবেসে গান গান
ভালোবেসে গান গান ভালোবেসে গান গান ভালোবেসে গান গান
ভালোবেসে গান গান ভালোবেসে গান গান ভালোবেসে গান
গান ভালোবেসে গান গান ভালোবেসে গান