Album: Aguner Din Sesh Hobe Ekdin
Music: Kumar Sanu, Kavita Krishnamurthy, Tabun (Bombay)
Lyrics: Rituparno Ghosh
Label: Eskay Music
Released: 2023-07-01
Duration: 04:38
Downloads: 2068
ফাগুনের দিন শেষ হবে একদিন ঝরনার সাথে গান হবে
একদিন এ পৃথিবী ছেড়ে চলো যায় স্বপ্নের সিড়ি বেয়ে
সীমাহীন।। ফাগুনের দিন শেষ হবে একদিন ঝরনার সাথে
গান হবে একদিন এ পৃথিবী ছেড়ে চলো যায় স্বপ্নের
সিড়ি বেয়ে সীমাহীন।। ফাগুনের দিন শেষ হবে একদিন
হৃদয়ে জ্বলছে যে বহ্নি সে একদিন তারা হয়ে জ্বলবে
জোৎস্নায় নীল হবে অমনি সেই আলোর পথ ধরে চলবে
সে যাত্রায় কেন হায় ভয় হয় নিশিদিন! ফাগুনের
দিন শেষ হবে একদিন ঝরনার সাথে গান হবে একদিন
এ পৃথিবী ছেড়ে চলো যায় স্বপ্নের সিড়ি বেয়ে সীমাহীন।।
ফাগুনের দিন শেষ হবে একদিন জোনাকীর গান
বুঝি থামল চাঁদনীতে লুকালো আড়ালে শিশিরে স্নান করে ভোর
হয় তুমি এসে দুটি হাত বাড়ালে এ ভূবন যে
নূতন এ স্বপন চিরদিন। ফাগুনের দিন শেষ হবে একদিন
ঝরনার সাথে গান হবে একদিন এ পৃথিবী ছেড়ে চলো
যায় স্বপ্নের সিড়ি বেয়ে সীমাহীন।। ফাগুনের দিন শেষ হবে
একদিন ঝরনার সাথে গান হবে একদিন এ পৃথিবী ছেড়ে
চলো যায় স্বপ্নের সিড়ি বেয়ে সীমাহীন।। ফাগুনের দিন শেষ
হবে একদিন ঝরনার সাথে গান হবে একদিন ফাগুনের দিন
শেষ হবে একদিন ঝরনার সাথে গান হবে একদিন